
Table of Contents
Bahok News Bureau: “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।” ভাই ফোঁটা (Bhai Phota 2023) ভাইবোনের পবিত্র ভালবাসার প্রতীক হিসেবে হিন্দু ও বাঙালিদের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা (Bhai Phota 2023) উৎসব পালন করা হয়। ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার গুরুত্ব রয়েছে। এই দিনে বোনেরা ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে। এই অভ্যাস শতাব্দী প্রাচীন। এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ুর কামনা করেন বোনেরা।
রাখী বন্ধনের মতো এই উৎসবও ভাই-বোনের জন্য বিশেষ। এই উৎসব আবার ভ্রাতৃ দ্বিতীয়া (ভাতৃদ্বিতীয়া 2023) বা যম দ্বিতীয়া (যম দ্বিতীয়া 2023) নামেও পরিচিত। উত্তর ভারতে এই তিথিতে পালিত হয় ভাই দুজ (Bhai Dooj 2023)। এই উৎসবকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। এই দিন নিয়ম মেনে ভাইকে ভোঁটা দিলে, যমের ভয় থেকে মুক্ত হওয়া যায়। পাশাপাশি ভাই-বোনের অকাল মৃত্যুর আশঙ্কা কেটে যায়। চলতি বছর কবে ভাই-ফোঁটা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মধ্যেই। অনেকেরই মনে প্রশ্ন উঠেছে ভাই ফোঁটা ১৪ তারিখে না ১৫ তারিখে? আজ আমরা আপনাদের ২০২৩ সালের ভাই ফোঁটার তারিখ (Bhai Phota 2023 date and time in bengali) এবং সম্পর্কে বলতে চলেছি। আসুন এর উত্তরই বিস্তারে জেনে নেওয়া যাক। (Is Bhai Dooj in 2023 14 or 15?)
ভাই ফোঁটার মাহাত্ম্য : (Importance of Bhai Phota)
হিন্দু ধর্মে ভাই ফোঁটার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই উৎসব হলো ভাই ও বোনের মধ্যে ভালোবাসার উৎসব। এই তিথিতে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেন বোনেরা। মনে করা হয় যে, ভাই ও বোন যদি যমুনা নদীর পাশে বসে ভোজন করেন, তা হলে জীবন সমৃদ্ধ হয়।
ভাই ফোঁটা কবে? (Bhai Dooj 2023 Bengali Date)
এই বছর অর্থাৎ ২০২৩ সালে দুদিন অর্থাৎ ১৪ এবং ১৫ই নভেম্বর ভাই ফোঁটা পালন করা যাবে (Bhai Dooj 2023 14 or 15)। পঞ্জিকা অনুযায়ী, কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১৪ই নভেম্বর দুপুর ২টো বেজে ৩৬ মিনিট থেকে এবং তা শেষ হবে ১৫ই নভেম্বর দুপুর ১টা বেজে ৪৭ মিনিটে। হিন্দু ধর্মে উদয়া তিথিতে অধিকাংশ উৎসব পালিত হওয়ার প্রথা রয়েছে। তাই উদয়া তিথি মেনে ১৫ই নভেম্বর ভাই ফোঁটা পালিত হবে। ফোঁটা দেওয়ার শুভক্ষণ সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা বেজে ০৫ মিনিট পর্যন্ত। উল্লেখ্য যে, এই বছরের ভাই ফোঁটায় শোভন যোগ থাকছে, যাকে অত্যন্ত শুভ মনে করা হয়।
ভাই ফোঁটার প্রচলন কিভাবে শুরু হয়? (Why Bhai Dooj is Celebrated?)
পুরাণ অনুযায়ী, সূর্য ও তাঁর স্ত্রী সংজ্ঞার দুই সন্তান যথাক্রমে যম ও যমুনা (Bhai Dooj Story)। দুই ভাই বোনের মধ্যে বেশ গভীর বন্ধন ছিল। যমুনা সবসময় চাইতেন যে, যম তাঁর বাড়িতে ভোজনের জন্য আসুক, কিন্তু যমরাজ সর্বদা বোনের অনুরোধ উপেক্ষা করে যেতেন। একদিন কার্তিক শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দুপুর নাগাদ হঠাৎ যমরাজ যমুনার বাড়িতে যান। নিজের বাড়িতে যমকে দেখে অত্যন্ত খুশি হন যমুনা। তারপর তিনি তাঁর ভাইকে মন ভরে ভোজন করান, যা দেখে অত্যন্ত খুশি হন যমরাজ। বোনের স্নেহ দেখে যমরাজ তাঁকে বর চাইতে বলেন। তখন যমুনা বলেন, যমরাজ যেন প্রতি বছর কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে তাঁর বাড়িতে ভোজন করতে আসেন। তখন যমরাজ তাঁর বোনকে আশীর্বাদই দেন যে, যেই বোন যমুনার মতো ভাইকে ভালোবাসা ভরে ফোঁটা দেবে তাঁর মন থেকে যমের ভয় মিটে যাবে। তারপর থেকেই ভাই ফোঁটার প্রথা প্রচলিত হয়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।