বাহক নিউজ় ব্যুরো: একটি রোগ যার প্রকোপে এখনও পৃথিবীর প্রত্যেক প্রান্ত যুদ্ধ করে চলছে। অনেক দেশে এই রোগের প্রকোপ কম হলেও বহু দেশই এই রোগের প্রকোপে জর্জরিত। এমনকি, এতদিন এই ম্যালিয়েরিয়ার ভ্যাকসিনও অনুমোদন পায়নি। তবে, এবার, সেই সিদ্ধান্ত নিয়েই দ্বিতীয়বার ভাবল ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন। অনুমতি পেল ওই রোগের টিকা।
রোগটি হল ম্যালেরিয়া। এই প্রথম হু-এর তরফে অনুমোদন পেলে এই রোগের টিকা। বিশেষজ্ঞরা হু-এর সিদ্ধান্ত প্রসঙ্গে দিনটিকে ‘ঐতিহাসিক দিন’ বলে আখ্যায়িত করেছেন। এই টিকা ২০২১ শে দাঁড়িয়ে পাস হলেও, তৈরি হয়েছিল ১৯৮৭ সালে।ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসকে (গ্যালাক্সো স্মিথ ক্লিন) এই টিকা তৈরি করেছিল।
এত বছর আগে তৈরি হলেও, এর পাইলট পরীক্ষা শুরু হয় ২০১৯ সালে। ওই সালে ঘানা, কেনিয়া এবং মালাউইয়ে এই ‘আরটিএস, এস/এএস০১’ টিকার ট্রায়াল চলে। অবশেষে, ২০২১ সালে বিশ্বজুড়ে এই টিকার ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অনুমতি দেয়। উল্লেখ্য, ২ বছর ধরে চলা এই ট্রায়ালে ২০ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে হু-এর তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। ওই বিবৃতিতে হু-এর তরফে জানানো হয়েছে যে, “সাব-সাহারান আফ্রিকা সহ বিশ্বের যে সমস্ত এলাকার মানুষ ম্যালারিয়াতে মাঝারি থেকে উচ্চহারে সংক্রমিত হন, সেই সমস্ত এলাকায় আরটিএস, এস/এএস০১ টিকা ব্যবহারের জন্য উপযুক্ত”।
জানা গেছে, হু-এর অনুমোদন প্রাপ্ত এই প্রথম ম্যালিয়েরিয়ার টিকা উৎপাদন করবে ভারত বায়োটেক। প্রযুক্তির স্থানান্তরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, সব ঠিক থাকলে শীঘ্রই উৎপাদনের কাজ শুরু হবে। তবে, জানা গেছে যে, এই টিকা বাজারে আসতে প্রায় ২-৩ বছর সময় লেগে যেতে পারে।
Published on Saturday, 9 October 2021, 1:20 am | Last Updated on Saturday, 9 October 2021, 1:25 am by Bahok Desk









