বাহক নিউজ় ব‍্যুরো: প্রায় গল্পচ্ছলে ‘ভিজতে এসো রাধা’ গানটির ভাবনাচিন্তা শুরু হয়। গীতিকার রাজীব চক্রবর্তীর সঙ্গে সুরকার ঈশানু চক্রবর্তীর গল্প করতে করতেই এই গানের সৃষ্টি। ‘বৃষ্টি’ আর ‘রাধা’ এই দুটি বিষয়কে একই প্রেক্ষাপটে কল্পনা করে এই গানের রচনা করা হয়েছে। সঙ্গীতশিল্পী পটা গানটি গেয়েছেন।

এই গানে রাধার কৃষ্ণপ্রেম সেই অর্থে কোন পুরুষের প্রতি প্রেম বোঝানো হয়নি। আমাদের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বস্তু বা বিষয় যেটা হয়তো আমরা কখনোই পাবো না সেটি যেন আমাদের কাছে কৃষ্ণপ্রেম। তেমনই একটি মেয়ের গল্প তুলে ধরা হয়েছে এখানে। যার জীবনের না পাওয়া একটি স্বপ্ন নিয়ে যেন তার কৃষ্ণপ্রেম হয়ে প্রকাশ পেয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আগামী ৩০ শে অক্টোবর নক দ‍্য ন‍্যাক ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাবে। এই গান সম্পর্কে পটা বলেন, ‘ঈশানু বলার পরে আমি বলেছিলাম গানটা ভালো করে শুনে তারপর বলব। গানটা শুনে সত্যিই ভালো লাগে। গানের কথাগুলো ভীষণ মন ছুঁয়ে যায়। সুর গানের ভাবের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। সব মিলিয়ে এটা আমার নিজের গান হয়ে ওঠে।’

ঈশানু চক্রবর্তী বলেন ‘পটাদার রাজি হওয়ায় খুব ভালো লাগলো। আর মূলত গানের ভাবের উপর সুরটা করায় ,সুর গানের র অনুসারী হয়েছে ।’ রাজীব চক্রবর্তীর মতে,’সব মিলিয়ে একটা ভালো গান ।গানটা কোনো বিশেষ সময়ের পরিপন্থী নয়। এর একটা চিরকালীন আবেদন রয়েছে। গানের মূল আধার একটি মেয়ে। যে নাকি নাচতে ভালোবাসে। তার জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা কিভাবে তাকে প্রভাবিত করে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের কথা রয়েছে এই গানে।’