
Table of Contents
Bahok News Bureau: ভোপাল গ্যাস দুর্ঘটনা (Bhopal Gas Tragedy) বিশ্ব ইতিহাসের অভিশাপ। বিষ বাতাসে নিভে যায় ১৫ হাজারেরও বেশি প্রাণ! অসুস্থ হয়ে পড়েন হাজার হাজার মানুষ। এরপর থেকে এই দিনটিকে “জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস” (National Pollution Control Day) হিসেবে পালন করা হয়।
ভোপাল গ্যাস দুর্ঘটনা (Bhopal Gas Tragedy) কিভাবে ঘটেছিল?
দেখতে দেখতে ভোপাল গ্যাস দুর্ঘটনার (Bhopal Gas Tragedy) ৩৯ বছর হয়ে গেল। যে দুর্ঘটনা বিশ্বের সবচেয়ে খারাপ শিল্প বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে। ১৯৮৪ সালে ২ ও ৩ ডিসেম্বর মধ্যরাতে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড (UCIL) কীটনাশক প্ল্যান্ট থেকে আচমকাই গ্যাস লিক হতে শুরু করে। সেদিন রাতে ভোপালের ওই কীটনাশক প্ল্যান্ট থেকে ৪০ টনেরও বেশি মিথায়িল আইসোসায়ানেট (MIC) গ্যাস লিক হয়েছিল। প্ল্যান্টে তিনটি ভূগর্ভস্থ ৬৮,০০০-লিটারের তরল মিথাইল আইসোসায়ানেট গ্যাসের স্টোরেজ ট্যাঙ্ক ছিল। প্ল্যান্ট নম্বর সি-র একটি ট্যাঙ্ক ফুটো হয়ে যায়। আসল সময় ইউসিআইএল-এর অ্যালার্ম কাজ করেনি। ফলে পরিস্থিতি আরও বিগড়ে যায়। সাধারণ মানুষ জানতেই পারেনি তাঁরা কী ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছেন। হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা না থাকায় সঙ্কট আরও বাড়ে।
দুর্ঘটনায় মৃত ও আহতদের সংখ্যা:
এই ঘটনায় প্রায় সঙ্গে সঙ্গেই ৩ হাজার ৮০০ জনের মৃত্যু হয়। এরপর দিন যত এগিয়েছে গ্যাস লিকের প্রভাবে হাজার হাজার মানুষ অকালে প্রাণ হারিয়েছে। ১৯৮৪-র ২ ডিসেম্বর ঘড়িতে তখন রাত ১১টা ভোপালের প্রায় ১০ লাখ বাসিন্দা নিশ্চিন্তে ঘুমের দেশে। সেই সময় ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড (UCIL) কীটনাশক প্ল্যান্টের এক অপারেটর লক্ষ্য করেন মিথাইল আইসোসায়ানেট (MCI) গ্যাসে ভর্তি একটি স্টোরেজ ট্যাঙ্কে ছোট্টো লিক রয়েছে এবং সেই লিক থেকে গ্যাস বেরনো শুরু হয়েছে। যেকোনও মুহূর্তে গ্যাসের অভ্যন্তরীণ প্রেশারে ওই ট্যাঙ্কটি ফেটে যেতে পারে। তবে সেখানে লাগানো একটা নোটিসে এমআইসি সিস্টেম থেকে গ্যাস লিক হলেও সেফটি ডিভাইসের কারণে সেই গ্যাসের ক্ষতিকারক পদার্থকে নিউট্রালাইজ করা হয়েছে। ওই দুর্ঘটনার রাতে তিন সপ্তাহ আগেই তা বন্ধ করে দেওয়া হয়। স্পষ্টতই একটি খারাপ ভালভের সাহায্যেই ওই ৪০ টন মিথাইল আইসোসায়ানেট (MIC) গ্যাসের সঙ্গে জল মেশানোর অনুমতি দেওয়া হয়। গ্যাস বাতাসে মেশার কয়েক ঘণ্টার মধ্যেই ভোপালের রাস্তা ভরে ওঠে পশুপাখি-সহ বিভিন্ন প্রাণীর মৃতদেহ। এদিক সেদিকে দেখা যায়, পড়ে আছে মানুষের মরদেহ। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় হাসপাতালে আহত রোগীর ভিড় হু হু করে বাড়তে থাকে। এই বিয়োগান্তক ঘটনা বিশ্বের ইতিহাসে অন্যতম “রাসায়নিক বিপর্যয়” (Chemical Disaster) হিসেবে চিহ্নিত হয়ে যায়। ভোপাল শহর হয়ে ওঠে শিল্প বিপর্যয়ের অন্য নাম।
Chhoto Jagulia : মোবাইল বাজেয়াপ্ত করায় ছাত্রের হাতে ‘খুন’ শিক্ষাকর্মী
স্বাস্থ্য ও পরিবেশের উপর দীর্ঘস্থায়ী প্রভাব:
প্রায় ৪০ টন মিথাইল আইসোসায়ানেট গ্যাস ছড়িয়ে পড়ার পর শুরু হয় ধ্বংসযজ্ঞ। (Bhopal Gas Tragedy)
ভোপালের বাসিন্দাদের শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে ত্বক এবং চোখে জ্বালা। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, নিউমোনিয়া এবং মৃত্যুর খবর আসতে শুরু করে। প্ল্যান্টের কাছাকাছি যারা ছিলেন তাঁরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। বিষাক্ত গ্যাস শরীরের অভ্যন্তরীন অঙ্গগুলির উপর মারাত্মক প্রভাব ফেলে। ব্যাপক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ভয়াবহ হয়ে ওঠে ভোপালের চিত্র। গাছপালা কালো হয়ে যায়, মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। মানুষ ও প্রাণীর উর্বরতাতেও স্থায়ী প্রভাব পড়ে। এই ঘটনা সেদিন ১৫ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিয়েছিল। এই গ্যাস লিকের অভিঘাতে প্রায় হাজার বাসিন্দা সারা জীবনের জন্য শারীরিকভাবে অক্ষম হয়ে যান। প্রায় শতাধিক সদ্যোজাত জন্মগতভাবে শারীরিক ত্রুটি নিয়ে পৃথিবীর আলো দেখে।

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।
[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)
[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)
Published on Sunday, 3 December 2023, 7:58 pm | Last Updated on Sunday, 3 December 2023, 7:59 pm by Bahok Desk








