West Bengal police in white uniform mamata banerjee smiling
Big Announcement for WB Police: পুলিশের জন্য সুখবর! পুজোর আগেই কর্মীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: রাজ্য (State Police) এবং কলকাতা পুলিশের (Kolkata Police) জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী (Bengal CM) তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় পুলিশ বিভাগের  (West Bengal Police Department) জন্য একের পর এক সুখবর।

আরও পড়ুন: Mamata Banerjee on Buddhadeb Government: বুদ্ধের আমলের থেকে কম দুর্নীতি, আক্রমণ শানিয়ে বলে দিলেন মমতা

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “পুলিশের পদোন্নতির বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছেন”। তিনি আরও বলেন, “বদলির ক্ষেত্রেও বিশেষভাবে সক্ষম সন্তান এবং অন্যান্য বিশেষ দিকে নজর দেওয়া হবে। ১৫ বছর চাকরির পরে নিজের জেলায় পোস্টিংয়ের বিষয়েও ভাবা হয়েছে”। এছাড়া রাজ্যের তরফে পুলিশের পোশাক (Police Uniform) নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee at Nabanna: ‘মশা মারতেও ভয় লাগে! আগে জানলে রাজনীতি থেকে সরতাম,’ হঠাৎ কেন বিস্ফোরক মমতা!

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর থেকে ইন্সপেক্টর (Inspector) পদের ক্ষেত্রে পোশাকের জন্য ৯ হাজার। সাব ইন্সপেক্ট (Sub Inspector) পদের ক্ষেত্রে ৭ হাজার ৫০০ টাকা। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদ (Assistant Sub Inspector) এবং কনস্টেবল (Constable) পদের পোশাকের জন্য ৫ হাজার টাকা দেওয়া হবে। আর পোশাক কিট (Uniform Kit) দেওয়া হবে না। এছাড়াও এই বছরে যেহেতু পোশাক কিট দেওয়া হয়েছে তাই তার মেইনটেইনের জন্য যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ৫০০ এবং ২ হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে।

Published on Thursday, 1 September 2022, 12:41 am | Last Updated on Thursday, 1 September 2022, 12:41 am by Bahok Desk