বাহক নিউজ় ব‍্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত রিয়েলিটি শো বিগ বস সিজন ১৫। শনিবার রাত সাড়ে নয়টায় শুরু হবে তুমুল জনপ্রিয় এই রিয়েলিটি শো। এবারে জঙ্গল থিমে সাজানো হয়েছে বিগ বস হাউসকে।

অনেক আগে থেকেই বিগ বসের ১৫ তম সিজনের প্রতিযোগী তালিকায় কাদের দেখা যাবে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। যদিও পরবর্তীতে একটি প্রমোশনাল ভিডিওতে চারজন প্রতিযোগীকে এক নজর দেখা গিয়েছিলো।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

অভিনেতা করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, সিম্বা নাগপাল এবং আফসানা খানকে দেখা গিয়েছিলো ওই টিজারে। এদিকে বিগ বস ওটিটি এর প্রতিযোগী প্রতীক সেহজপাল নতুন সিজনের প্রথম কনফার্ম প্রতিযোগী। এছাড়াও শমিতা শেট্টি ও নিশান্ত ভাটকে দেখা যাবে সিজন ১৫-তে। সেই সাথে এবার নাকি রিয়া চক্রবর্তীও বিগ বসে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন – পর্দায় প্রথমবার ন‌ওয়াজ‌উদ্দিন-সব‍্যসাচী, আসছে নকশালবাড়ি নিয়ে ওয়েব সিরিজ

শনি এবং রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ন’ টায় দেখা যাবে জনপ্রিয় এই রিয়েলিটি শো। সপ্তাহের অন্য দিনগুলোয় দেখা যাবে রাত সাড়ে ১০ টা নাগাদ। এবারে পাঁচ মাসের জন্য চলবে বিগ বস। সিজন ১৩ প্রবল জনপ্রিয় হয়ে ওঠার কারণেই এবারে সময় বাড়ানো হয়েছে।

নতুন সিজনে সালমন খানের পারিশ্রমিক অনেকটাই বেড়ে গিয়েছে। সিজন লঞ্চের আগে সালমন মজার ছলে বলেছিলেন, ‘আমি এত পরিশ্রম করি, নির্মাতাদের উচিত পারিশ্রমিক বাড়িয়ে দেওয়া।’ বাস্তবেও হয়েছে তেমনটাই। শোনা যাচ্ছে, এবারের সিজনের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা পারিশ্রমিক নিতে চলেছেন তিনি।