Bahok News Bureau: চলতি বছরের ১৯শে নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপের ফাইনাল (ICC World Cup 2023 Final)। এইবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। অবশ্য আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের দিন এক মিউজিক্যাল সেরেমনি হয়েছিল। শোনা গেছে যে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ১৯শে নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন হবে এক জাকজমকপূর্ণ সমাপ্তি অনুষ্ঠান। আর সেখানেই পারফর্ম করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীতশিল্পী ডুয়া লিপা (Dua Lipa)।
ODI World Cup 2023 Dua Lipa
যদিও ওডিআই বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, বিশ্বকাপের মাঝেই এই টুর্নামেন্ট সংক্রান্ত একটি শোয়ে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতশিল্পী ডুয়া লিপা। সেখানে তিনি বিশ্বকাপ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন। তার পর থেকেই জল্পনা বাড়ছে যে, তিনি বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন। রিপোর্ট অনুযায়ী, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখতে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনিই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন। তাঁর নামেই স্টেডিয়ামের নামকরণ।
আসতে পারেন দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও এমএস ধোনি প্রমুখ। এর পাশাপাশি ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে বিশেষ নিবেদন থাকবে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে শোনা গেছিল যে, ম্যাচের আগের দিন, ক্যাপ্টেন্স মিটের পর একটি অনুষ্ঠান হবে, তবে তা হয়নি। এরপর শোনা যায়, টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান (India – Pakistan) ম্যাচের আগে একটি অনুষ্ঠান হওয়ার কথা। সেটি অবশ্য হয়েছিল, যেখানে ভারতের একাধিক সঙ্গীতশিল্পী পারফর্ম করেছিলেন।
ম্যাচ শুরু হওয়ার আগে সুরের জাদুতে আমেদাবাদকে মোহিত করেছিলেন অরিজিৎ সিংহ (Arijit Singh), শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং ও সুনিধি চৌহান এবং ইনিংস বিরতিতে পারফর্ম করেছিলেন দর্শন রাভাল ও নেহা কক্কর। এই অনুষ্ঠানটি সম্প্রচারকারী চ্যানেলে প্রচার করা হয়নি। এর ফলে কেবল স্টেডিয়ামে থাকা দর্শকরা ছাড়া বাকি ক্রিকেট ভক্তরা এই বিনোদন উপভোগ করতে পারেননি। এইবার বিশ্বকাপে সমাপ্তি অনুষ্ঠান হয় কিনা সেটাই দেখার বিষয়। এর পাশাপাশি আরো একটি প্রশ্ন থেকেই যাচ্ছে। যে আদৌ কি Dua Lipa এই অনুষ্ঠানে আসবেন?
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।