Table of Contents
Bahok News Bureau : এবার এক চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এসেছে বিহারের (Bihar) বেগুসরাই থেকে। জানা গেছে, সেখানে এক নাবালককে গুলি করে হত্যা (Crime) করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে সাহেবপুর কমল থানা এলাকার ছড়াপট্টিতে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
বিহারের (Bihar) বেগুসরাইয়ে (Begusarai) এক নাবালককে গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে দিয়ারা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে যে, মৃত কিশোরের নাম শিবম কুমার (Shivam Kumar), যিনি সাহেবপুর কমল (Sahebpur Kamal) থানা এলাকার ছড়া পট্টি গ্রামের বাসিন্দা কপিল দেব যাদবের ছেলে। তিন দিন আগে ওই গ্রামের বাসিন্দা নরেন্দ্র প্রসাদ যাদবের ছেলে ভোলা যাদব, শিবমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শিবম আর বাড়ি ফেরেনি। অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন শিবমের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যদের থেকে কি জানা গেলো?
পরিবারের সদস্যরা জানায়, গত তিন দিন ধরে নিখোঁজ ছিল ওই কিশোর। মৃতের কাকা ভীম যাদব জানান, গত রবিবার গভীর রাতে গ্রামের কিছু লোকের কাছ থেকে জানা যায় যে, শিবম কুমারকে গুলি করে হত্যা করা হয়েছে। তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন শিবমকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তার মৃতদেহটি মাটিতে পড়ে আছে।
পরিবারের সদস্যদের অভিযোগ
পরিবারের সদস্যদের অভিযোগ, ভোলা যাদব (Vola Yadav) হলো মূল অপরাধী। শিবম একটি সহজ-সরল ছেলে, যাকে ভোলা বাড়ি থেকে নিয়ে যায় এবং নির্মমভাবে গুলি করে হত্যা (Crime) করে। বর্তমানে আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে পুলিশ। তবে, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।