
Bahok News Bureau: ‘বিজেপি সিরিয়াল কিলার!’, এমনটাই দাবি করলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গেল দেশীয় রাজনীতিতে। এছাড়াও তিনি আস্থা ভোটের (Trust Vote) দাবি করলেন। তাঁর কথায়, আম আদমি পার্টিতে কোনো ‘মিরজাফর’ নেই, সেটা প্রমাণ করতে আস্থা ভোটের প্রয়োজন। এই প্রসঙ্গে আম আদমি পার্টি আগামী সোমবারে দিল্লি বিধানসভায় (Delhi Assembly) আস্থা প্রস্তাব আনতে চলেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ভারতের তেল আমদানি। ক্ষতি /লাভ?
আবগারি মামলায় (Delhi Liquor Policy) এফআইআর দায়ের হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister of Delhi) মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে লুক আউট নোটিশ (Look Out Circular)। এদিকে, সিবিআই (CBI) তাঁর বাড়ির তল্লাশিও নেয়। তারপরে, সিসোদিয়ার তরফে দাবি করা হয় যে, তাঁকে বিজেপি তরফে প্রস্তাব দেওয়া হয়েছে দল ছাড়ার। এরপরেই নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য নিজের বাড়িতে সমস্ত আপ এমএলএ-দের ডাকেন দিল্লির (Delhi CM) মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কিন্তু, এখানেই কাহিনী নেয় নয়া মোড়। তাঁর বাড়িতে ৬২ জন আপ বিধায়কের (AAP MLA) মধ্যে ৫৭ জন বিধায়ক হাজির হন। এরপরেই দিল্লির বিধানসভায় ক্ষোভ প্রকাশ অরবিন্দের।
দিল্লি বিধানসভায় উপস্থিত থেকে কেজরিওয়ালের বক্তব্য, “আমি এই জন্য আস্থা প্রস্তাব (Confidence Motion)) আনতে চাই, যাতে বিজেপিকে (BJP) দেখাতে পারি যে, বিজেপি আমাদের দল থেকে একজন বিধায়ককেও (AAP MLA) সরাতে পারবে না”। তাঁর আরও মন্তব্য, “তাঁদের ‘অপারেশন’ লোটাস (Operation Lotus) এবার ‘অপারেশন কিচাড়’ (Operation Keechad) অর্থাৎ ‘কাদা’-তে পরিণত হয়েছে”।
আরও পড়ুন: Vikram Vedha Teaser (Hindi) 2022: ‘দুর্দান্ত টিজার!’, রিলিজের পরেই প্রশংসার ঝড় নেট মাধ্যমে
অপরদিকে, মনীশ সিসোদিয়ার (Manish Sisodia) বাড়িতে সিবিআই-এর তল্লাশি প্রসঙ্গ তুলে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য, “সিবিআই (CBI) সমস্ত প্রচেষ্টাই করল, কিন্তু ২৫ পয়সাও উদ্ধার করতে পারেনি। এরপরে বিজেপি নেতারা সিসোদিয়ার দিকে এগিয়ে তাঁকে প্রস্তাব দিল যে, সিসোদিয়াকে ২০ কোটি টাকা নগদ ছাড়াও মুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে। মনীশ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলে আপ বিধায়কদের পিছনে পড়ে যায় বিজেপি। আমার প্রত্যেকটা বিধায়ক ‘হীরা’ (AAP MLAs are ‘Diamond’), এঁদেরকে কেনা যাবে না”।
এদিকে একইসঙ্গে আপ অভিযোগ তোলে যে, বিজেপি আপের ৪০ জন বিধায়কের প্রত্যেককে ২০ কোটি টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। এরপরে, আপের তরফে তুলে ধরা হয় সমগ্র দেশের দলবদল করা বিধায়কের পরিসংখ্যান। তিনি বলেন, “দেশজুড়ে বিভিন্ন রাজ্যে সরকার ফেলে দেওয়ার পরে, বিজেপি এবার আপের দিকে তাকিয়েছে। আমাদের দেশে বিজেপি হল বিভিন্ন রাজ্যে থাকা শাসকদলের ‘সিরিয়াল কিলার’। একই সজ্জারীতিতে বিজেপি এগিয়েছে”। তাঁর দাবি, “চলতি বছরে বিজেপি ‘অপারেশন লোটাস’-এর অধীনে ৫,৫০০ কোটি টাকা খরচ করে ২৭৭ জন বিধায়ককে কিনেছে। আর দিল্লির জন্য রেখেছে ৮০০ কোটি টাকা”।