বাহক নিউজ় ব্যুরো: দিনের শেষে ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়ল ৬০% এর বেশি। ভবানীপুরে প্রচারে বড় ভূমিকা ছিল ফিরহাদ হাকিমের। ভবানীপুরে ভোট বাতিলের জন্য বিজেপি নানারকম কারসাজি অবলম্বন করেছিল বলে দাবি ফিরহাদের।

ভবানীপুরের ভোটে শেষ ২০ মিনিটে ৭০, ৭১, ৭৪ ও ৮২ নম্বর ওয়ার্ডে ব্যাপক রিগিং হয়েছে বলে অভিযোগ বিজেপির। এই দাবি উড়িয়ে দিয়ে ফিরহাদ বলেন, “বিজেপি ভেবেছিল এখানে নন্দীগ্রামের মতো কারসাজি করবে। নির্বাচন কমিশনকে কিনে নেবে। ভবানীপুরে ভোট বাতিলের জন্য বৃষ্টিকেও ডেকেছিল, ভাবছিল ভোট বাতিল হয়ে যাবে। সবকিছু করেও বিজেপি আজ পরাস্ত।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন : ভবানীপুরে লাল জামা গায়ে সিপিআইএমের ক্যাম্পে মদন, সঙ্গী ফিরহাদ

রিগিং সম্পর্কে ফিরহাদের প্রশ্ন করেন, “সংবাদ মাধ্যমই সারাক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বলুন কোথায় রিগিং হয়েছে? মাইক্রো অবজারভার রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওদের দাবি অনুযায়ী অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এসেছে। তারা কি সবাই তাহলে অন্ধ। তৃণমূল কংগ্রেস কি তাহলে কেন্দ্রীয় বাহিনীকেও পরিচালনা করে? তাহলে তো বিজেপির গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত।”

৬০ শতাংশের বেশি ভোট পড়ায় বেশ বড় ব্যবধানে মমতা ব্যানার্জী বলে জিতবেন বলে মনে করেন ফিরহাদ। ভোট শেষ হওয়ার পর আত্মবিশ্বাসী মেজাজে পাওয়া যায় ফিরহাদকে।