Table of Contents
Bahok News Bureau: সাম্প্রতিক কালে উপার্জনের নিরিখে বলিউড (Bollywood) অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে নাম লিখিয়েছেন বলিউডের দেশী গার্ল প্রিয়ঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)। বিশ্বসু্ন্দরীর খেতাব পাওয়ার পর বলিউডের পাশাপাশি বর্তমানে হলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কিন্তু কেরিয়ার শুরু করার সময় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন অভিনেত্রী। একের পর এক সিনেমা থেকে একসময় বাদ পড়েছিলেন। একাধিক বার নিজের গায়ের রঙের জন্য কথা শুনতে হয়েছে অভিনেত্রীকে। বলিউডে পা রাখার আগেই নিজের মুখে অস্ত্রপ্রচার করিয়ে ফেলেছিলেন তিনি। তবে, কার কথায় সার্জারির সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা? আসুন জেনে নেওয়া যাক।
প্রিয়াঙ্কার নাকে অস্ত্রোপচারের চিহ্ন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। অভিনেত্রী ২০০৩ সালে দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই (The Hero : Love Story of a Spy) নামক সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, যেখানে সানি দেওল এবং প্রীতি জিনতা প্রধান চরিত্রে ছিলেন। এই সিনেমার এক মাস পর প্রিয়াঙ্কাকে প্রযোজক সুনীল দর্শনের আন্দাজ (Andaaz) নামক সিনেমায় দেখা যায়।
সুনীল দর্শন কি বলেছেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রযোজক সুনীল দর্শন (Suneel Darshan) জানান যে, তিনি প্রিয়াঙ্কাকে সিনেমার জন্য কিভাবে বেছে নিয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে, তিনি প্রিয়াঙ্কাকে তাঁর প্রযোজিত সিনেমাতে কাস্ট করেছিলেন, তবে প্রিয়াঙ্কাকে(Priyanka Chopra) নাক ঠিক করার পরামর্শ দিয়েছিলেন তিনি। সুনীলের কথায়, ‘‘আমি ‘অন্দাজ়’ ছবির জন্য নতুন কাউকে চাইছিলাম। তখনই আমি প্রিয়ঙ্কার কথা শুনি, তাঁর সঙ্গে দেখাও করি। প্রিয়ঙ্কাকে দেখে প্রথম ঝলকে আমার মনে হয়েছিল, গতে বাঁধা আর পাঁচ জন সুন্দরীর মতো নন তিনি। তবে সেই সাক্ষাতের ১৫ মিনিটের মধ্যেই আমি নিশ্চিত জানতাম যে, তাঁকেই আমি আমার সিনেমাতে নেব। প্রিয়ঙ্কার চোখ, ওর কণ্ঠস্বর আর সফল হওয়ার যে খিদে… আমি জানতাম ও উপরে উঠবে। আমি তখনই ওকে সরাসরি বলি, নাক ঠিক করে নিতে। প্রিয়ঙ্কার(Priyanka Chopra) বাবা নিজে এক জন চিকিৎসক। প্রিয়ঙ্কা রাজিও হয়ে যায়।’’
প্রিয়ঙ্কা কি জানালেন ?
প্রিয়ঙ্কা চলতি বছরে এক সাক্ষাৎকারে জানান, চিকিৎসকদের পরামর্শ মতো নাসাগহ্বর থেকে পলিপ সরানোর জন্য একটি অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। এরপরে তাঁর চোখমুখের পরিবর্তন হতে শুরু করে। যার ফলে একের পর এক সিনেমা থেকে তিনি বাদ পড়তে থাকেন। সেইসময় তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। এরপর আরো একটি অস্ত্রোপচার করানোর পরে তাঁর সমস্যার সমাধান হয়।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।