বাহক নিউজ় ব্যুরো: সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ‘আদিবাসী’ জমি অধিগ্রহণের জন্য জমায়েত করেছিল মাফিয়ারা। কিন্তু, শেষ পর্যন্ত তাদের পরিকল্পনাই হল সার। জমি অধিগ্রহণে ব্যর্থ হয়ে অবশেষে ফিরে গেল তারা। কিন্তু, ওই মাফিয়াদের ফেরানোর চেষ্টায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল রানীগঞ্জ। মাফিয়াদের মারতে মারতে তাড়া করল আদিবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ওই এলাকা।
ঘটনাটি ঘটেছে, রানীগঞ্জ থানার অন্তর্গত রানিসায়ের এলাকায় অবস্থিত জোড়া মন্দিরের পার্শ্ববর্তী এলাকায়। অস্তিত্বের লড়াইয়ে জমি বাঁচাতে আদিবাসীরা হাতে তুলেছিলেন লাঠি, বাঁশ, তির-ধনুক প্রভৃতি। থানায় খবর পৌঁছাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ।
আদিবাসী সম্প্রদায়ের তরফে অভিযোগ জানানো হয়েছে যে, ২ নং জাতীয় সড়কের পাশেই রয়েছে তাঁদের জমি এবং সেই জমিতেই খুঁটি পেতে বসেছিল তথা দখল করেছিল মাফিয়ারা। এই পরিস্থিতিতে নিজ জমি বাঁচাতে পিছপা হননি আদিবাসী মহিলা ও পুরুষরা। অধিগ্রহণের বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনের পথে নামেন শ’দুয়েক আদিবাসী মহিলা ও পুরুষরা। এদিকে, পরিস্থিতি শুনে মাফিয়ারা ঘটনাস্থলে পৌঁছান। উল্লেখ্য, তাদের দেখতেই লাঠি, বাঁশ, তির-ধনুক প্রভৃতি নিয়ে আদিবাসী মহিলারা হামলা করেন এবং জমি মাফিয়াদের অস্থায়ী ঘরবাড়ি গুঁড়িয়ে দেন বলে অভিযোগ
Published on Monday, 23 August 2021, 5:03 pm | Last Updated on Monday, 23 August 2021, 5:03 pm by Bahok Desk









