Bus Accident : গোরক্ষপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! স্কুল বাস উল্টে মৃত্যু দুই ছাত্রের, আহত ৭! জানুন বিস্তারিত

Bahok News Bureau : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোরক্ষপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident) ঘটেছে। এই দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডিসিএম গাড়িকে ওভারটেক করতে গিয়ে স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গর্তে উল্টে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের নির্দেশ জারি করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।

কি ঘটেছিল?

শুক্রবার সকালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের (Gorakhpur) সিক্রিগঞ্জ থানার উধনাপারে অবস্থিত ইউএস সেন্ট্রাল একাডেমি স্কুলের বাসটি বিভিন্ন গ্রামের শিশুদের নিয়ে স্কুলে যাচ্ছিল। স্কুলের মাত্র তিনশত মিটার আগে একটি ডিসিএম গাড়িকে ওভারটেক করার সময় স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে উল্টে যায়। দুর্ঘটনায় মারা যায় সপ্তম শ্রেণির ১৪ বছর বয়সী ছাত্রী প্রতিভা (Pratibha), যিনি সাগুয়া গ্রামের বাসিন্দা এবং ৮ বছর বয়সী সাক্ষী পান্ডে (Sakshi Pandey), যিনি মাঠিয়া বাড়িগাঁওয়ের বাসিন্দা। দুর্ঘটনায় আট জন শিশু আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সিএম যোগী কি বললেন?

রিপোর্ট অনুযায়ী, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসীরা এবং রাস্তা অবরোধ করে। এই বাস দুর্ঘটনার (Bus Accident) খবর পেয়েই ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সিএম যোগী বলেছেন, “আহত সকল শিশুকে যথাযথ চিকিৎসা দিতে হবে। তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।” ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাক্ষীর মৃত্যু হয়, প্রতিভাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। পথে তিনিও মারা যান। আহত শিশুদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় আহত শিক্ষার্থীরা সবাই সিক্রিগঞ্জের (Sikriganj) বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সী আয়ুশ এবং অভিনব, ১৩ বছর বয়সী অংশ এবং প্রজ্জ্বল, ১২ বছর বয়সী রৌনক, ৮ বছর বয়সী শ্রেয়া, ৭ বছর বয়সী মানবী শুক্লা।

EV: ভারতে এবার আবর্জনা সংগ্রহ বৈদ্যুতিক গাড়িতে! বর্জ্য ব্যবস্থাপনার অংশ হতে চলেছে স্টুডেন্টদের হাতে তৈরি বৈদ্যুতিক গাড়ি! কোথায় চালু হবে? জানুন বিস্তারে

Most Expensive Food : পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি? উপকারিতা জানলে চোখ কপালে উঠবে আপনার! জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)