Bahok News Bureau: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটল বীরভূম (Birbhum) জেলার রামপুরহাটে (Rampurhaat)। এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বাস ও অটোর মধ্যে। চালক সহ অটোতে মোট ১০ জন ছিলেন। ঘটনাস্থলেই ৯ জন মারা গেছেন। মৃতদের প্রত্যেকেই আরোহী ছিলেন। এই সড়ক দুর্ঘটনায় চালকের (Auto Driver) শারীরিক অবস্থা (Health Condition) গুরুতর বলে জানা গেছে। এদিকে, খবর পেতেই ঘটনাস্থলে পরিস্থিতি সামলাতে পুলিশ (Police) পৌঁছে গেছে বলে খবর।
আরও পড়ুন: গোলাপ,মিষ্টি, চাদর আর বকেয়া-চিঠি সহ মোদি সাক্ষাৎ মমতার, পিছনে কি সেটিং তত্ত্ব?
সড়ক দুর্ঘটনাটি ((Road Accident) ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবারে বীরভূম জেলার রামপুরহাটের মল্লারপুর (Mallarpur) নিকটবর্তী এলাকায়। এই এলাকার রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নং জাতীয় সড়কের তেলডা ব্রিজ (Telda Bridge) নিকটবর্তী এলাকায় বাস ও অটোটির মুখোমুখি সংঘর্ষ (Bus Auto Rikshaw Accident) ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, সংঘর্ষের জেরে অটোটি দুমড়ে মুচড়ে উল্টে পড়ে যায়। আর এই ঘটনার জেরেই ঘটনাস্থলে ৯ জন মারা গেছেন। মৃত অটো আরোহীদের মধ্যে একজন পুরুষ ও আটজন মহিলা রয়েছেন বলে খবর। এরমধ্যে আবার একজন নাবালিকাও আছে বলে জানা গেছে। অপরদিকে, অটোর চালককে (Auto Driver) গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অটোটির (Auto Rickshaw) সঙ্গে যে বাসটির ধাক্কা হয়েছে, সেটি মূলত সরকারি বাস। দুর্ঘটনার সময়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল। আর ঠিক এই সময়েই বাস ও অটোটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই অটোতে ধান পোঁতার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ৯ জন। এঁরা প্রত্যেকেই বীরভূমের পারকাঁদি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। যদিও, শেষ পর্যন্ত তাঁদের আর জীবিত অবস্থায় নিজেদের বাড়ি আর ফেরা হল না।
আরও পড়ুন: টাকা তুমি কার! পার্থ, অর্পিতার জেলের পথেই বিস্ফোরক দাবি অপা-র আইনজীবীর
এদিকে, ঠিক কীভাবে বাস ও অটোটি মুখোমুখি অবস্থায় গিয়ে পৌঁছাল তা এখনও জানা যায়নি। তবে, সূত্রের খবর অনুযায়ী, প্রথমে স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগান। পড়ে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী (Rampurhat Police Station) ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। তারপরে, পুলিশ একদিকে মৃতদের উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। অপরদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে সৃষ্টি হওয়া যানজটও সরানোর চেষ্টা করে।