বাহক নিউজ় ব্যুরো: সোমবারে কলকাতা হাইকোর্টে শুনানি ছিল এসএসসি-গ্রুপ ডি নিয়োগের মামলার। এই শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছিল। কিন্তু, তা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফে। উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্ত না করার অনুরোধ করা হয়েছিল।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হওয়া এই শুনানিতে উপস্থিত ছিল দুই পক্ষই। একদিকে ছিল কমিশন এবং অপরদিকে ছিল বোর্ড। বোর্ডের তরফে এদিন পুঙ্খানুপুঙ্খ হলফনামা জমা দিয়ে জানানো হল যে, কমিশন কিভাবে সুপারিশ করেছিল। এককথায়, কমিশন যে সুপারিশ না করার দাবি করছিল, তা নস্যাৎ করা হল বোর্ডের তরফে। বোর্ডের তরফে এই মামলা প্রসঙ্গে পেন ড্রাইভ জমা দেওয়ার মাধ্যমে সমস্ত সফটকপি জমা দেওয়া হল।
এদিন শুনানিতে আদালতে জমা পড়ে ৫০০টি নাম। এই নামগুলো জমা দিয়েছেন মামলাকারীরাই। মামলাকারীদের অভিযোগ ওই তালিকাভুক্ত নামগুলোকেই নিয়ম বহির্ভূক্তভাবে নিয়োগ করা হয়েছে। এরপরই, বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন। তখন রাজ্য সরকারের আইনজীবীর তরফে অনুরোধ করা হয় যে, প্রয়োজনে অন্য কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির অধীনে তদন্ত করানো হোক, কিন্তু সিবিআই তদন্তের হাত যেন না ধরা হোক। কিন্তু, বিচারপতি এই মামলায় আপাতত প্রথম নির্দেশই বহাল রাখলেন।