
Table of Contents
Bahok News Bureau : কিছুদিন আগে ভারতের দক্ষিণ- পূর্বের উপুকুল অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিচাং (Cyclone Michaung), যার জেরে বিপুল ক্ষতির সম্মুখীন হয় চেন্নাইয়ের সাধারণ মানুষজন। প্রাণহানি থেকে সম্পত্তি হানি ঘটে বহুল পরিমাণে। বড় বড় যানবাহন খেলনা বাক্সের মত ভেসে যেতে দেখা গেছে। এই ক্ষয়ক্ষতি সাধারণ মানুষের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি করে। এর পাশাপাশি সাথে ক্ষতিগ্রস্থ হওয়া গাড়িটির মেরামতের জন্য আর্থিক বোঝা নিয়েও আশঙ্কা তৈরি হয় তাদের মনে। এমতাবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে যে, ক্ষতিগ্রস্থ গাড়ির জন্যে বিমার দাবি (Car Insurance Policy) করা যাবে কিনা? আপনাদের জানিয়ে রাখি, যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের দ্বারা সংঘটিত ক্ষতির কথা মাথায় রেখে আপনাকে আপনার মোটর বীমা নেওয়ার সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর নজর দিতে হবে।
বীমা নেওয়ার সময় দেখে নিতে হবে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি
মোটর বীমা (Motor Insurance) নেওয়ার সময় শুধু মাত্র দুর্ঘটনা বা চুরির আশঙ্কার দিকে নজর দিলেই হবে না, সাথে আপনার বিমাটি বৃষ্টি, ভূমিকম্প, বন্যার মত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও কভার দেয় কিনা সেটা দেখে নিতে হবে, কারণ প্রাকৃতিক দুর্যোগ যেকোনো জায়গায়, যেকোনো সময় ঘটতে পারে। এসব দুর্যোগের কারণে বিপুল ক্ষয়ক্ষতি আপনার পকেটের বোঝা হয়ে দাঁড়াতে পারে।

কম্প্রিহেনসিভ গাড়ী বীমা পলিসি (Comprehensive Car Insurance Policy)
প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কম্প্রিহেনসিভ গাড়ী বীমা পলিসিটি (Comprehensive Car Insurance Policy) অত্যন্ত কার্যকর। একটি মোটর কোম্পানি প্রাকৃতিক দুর্যোগের কারণে হওয়া ক্ষতিকে কেবল তখনই কভার করবে যদি আপনার গাড়িটি এই বীমার আওতায় থাকে। (Car Insurance Policy)
অন্যান্য সুবিধাসমূহ:
১) ইঞ্জিন সুরক্ষা কভার : আপনার কাছে এই কভার থাকলে জল প্রবেশের কারণে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনের অংশগুলির মেরামত বা প্রতিস্থাপনের জন্য আপনি আর্থিক কভারেজ পাবেন।
২) চালান কভার : আপনার কাছে এই কভার থাকলে, আপনি যে দামে গাড়িটি কিনেছেন বা গাড়ির চালানের দাম দাবি করতে পারেন৷
প্রাকৃতিক দুর্যোগের কারণে গাড়ির ক্ষতির জন্য কীভাবে বীমা দাবি করবেন?
বীমা দাবি প্রক্রিয়া শুরু করতে প্রথমে বীমা কোম্পানীর সাথে যোগাযোগ করতে হবে। ফটো অথবা একটি ভিডিও করতে হবে, যাতে ক্ষতিগ্রস্থ গাড়ির ক্ষতির পরিমাণ বোঝা যায়। গাড়ির ক্ষতি পরিদর্শনের জন্য বীমা কোম্পানি একজন পরিদর্শক নিয়োগ করতে পারে। পরিদর্শক আপনার কাছ থেকে প্রাসঙ্গিক তথ্য চাইতে পারেন, যার উত্তর আপনাকে সঠিভাবে দিতে হবে। যদি আপনার দাবি অনুমোদিত হয়, তাহলে আপনার গাড়িটি মেরামতের জন্য গ্যারেজে পাঠানো হবে।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।