partha chatterjee in front of his car
গ্রাফিক্স: বাহক

বাহক নিউজ ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে তোলপাড় রাজ্যের রাজনৈতিক সমীকরণ। এরই মাঝে আবার বিধানসভার বাইরে দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। যার ফলে পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থাকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সালটা ২০১১ সাল, তারিখ ২০ই মে, ওইদিন শপথ গ্রহণ করেছিলেন পার্থ। তারপরে, পরিষদীয় দায়িত্ব পালনের জন্য বিধানসভারই দেওয়া গাড়ি নিয়ে ঘুরতেন। এরপরে কেটে গেছে ১১ বছর। বিধানসভার দেওয়া এই গাড়িই এবার পার্থর তরফে ফেরত পাঠানো হল। পার্থের দফতর বিধানসভাকে জানিয়ে দেয় যে, তিনি সেই গাড়ি ফেরত পাঠিয়ে দিতে বলেছেন। দিন গড়াতেই মঙ্গলবারে বিধানসভার গ্যারেজে পৌঁছে গেল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গাড়ি কেন্দ্রিক এই ইস্যুকে কেন্দ্র করে যদিও বিধানসভার কেউই কোনো মন্তব্য করতে চাননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে, তবে পার্থ চট্টোপাধ্যায় কি মন্ত্রিত্ব ছাড়তে চলেছেন? এই প্রশ্ন আরও প্রকট হচ্ছে আগামী বৃহস্পতিবারের আয়োজিত হতে চলা মন্ত্রীসভার বৈঠককে কেন্দ্র করে। কারণ, ওইদিন বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও সমস্ত মন্ত্রীকে হাজির থাকার কথা। এবার, প্রশ্ন উঠছে যে, এই বৈঠকেই কি পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়বেন? না উল্টে তাঁকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে দল? উত্তর আপাতত অজানা।

 

Published on Tuesday, 26 July 2022, 9:41 pm | Last Updated on Tuesday, 26 July 2022, 11:07 pm by Bahok Desk