আগামী সপ্তাহেই শুরু হচ্ছে অলিম্পিক। ভারতবর্ষ থেকে লন টেনিসে উওমেন ডাবলসে প্রতিনিধিত্ব করবেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। সোমদেব দেববর্মনের মতে এই জুটিই তাঁর বাজি।
২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট এই চলবে অলিম্পিক। এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছেন সানিয়া-অঙ্কিতারা। আর তাদেরই উদ্যমে যেন অনুঘটক হল সোমদেব দেববর্মনের উৎসাহ। গতকাল একটি বেসরকারী খবরের চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন, ” কোনও সন্দেহই নেই এবারের অলিম্পিক্সে কালো ঘোড়া অবশ্যই সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না। অনেক অঘটন ঘটাতে পারে এই জুটি। সমস্ত রকম পোটেনশিয়াল আছে এদের।”
উল্লেখ্য, আনিয়া-অঙ্কিতা জুটি প্রথম রাউন্ডে খেলবেন ইউক্রেনের যমজ দুই বোন নাদিয়া ও ল্যুদমিলা কিচেনকের সাথে। এবারে টেনিস দলের মধ্যে অঙ্কিতার ডাবলস র্যাঙ্কিং ৯৬, সানিয়ার সেখানে ১৫৪। তবে অভিজ্ঞতার বিচারে অনেক এগিয়ে আছেন ষষ্ঠ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী সানিয়া। তাঁর সাথে এত বড় মঞ্চে খেলতে পেরে যারপরনাই খুশি৯ অঙ্কিতা। তাঁর কথায়, ” ছোট থেকেই আমার আইডল সানিয়া। আজ সত্যিই ভীষণ ভাল্লাগছে, আমি তাঁর সাথে কোর্ট ভাগ করে নিতে পারব।। তাও আবার অলিম্পিকের মত এত বড় মঞ্চে।”