বাহক নিউজ় ব্যুরো: শনিবার মধ্যরাতে মাদককান্ডে নাম জড়িয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের আর তারপরেই নড়েচড়ে বসেছে গোটা ইন্ডাস্ট্রি। বলিউডে শাহরুখের ভাবমূর্তি বেশ উজ্জ্বল, কিন্তু তারই ছেলের নাম মাদক কান্ডে জড়িয়ে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আর এবার টলিউডের তারকাদের দিকেও মাদকাসক্ত হওয়ার দাবী করলেন এক প্রযোজক।
বলিউড ইন্ডাস্ট্রির সাথে মাদক যোগ আজকে নতুন নয়। এর আগে বহু তাবড় তাবড় অভিনেতার নাম জড়িয়েছে এই ঘটনায়। বিশেষত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই ব্যাপারটা প্রকাশ্যে আসে। নাম উঠেছিল দীপিকা পাড়ুকোন, সারা আলি খানের মতো ব্যক্তিত্বদেরও।
তবে বলিউড ইন্ডাস্ট্রির মতো এই মাদক সেবনের গুঞ্জন এতটা জোরালো না হলেওকোনোদিক থেকে কম যায় না টলিউড। গাঁজা তো এখানের নিত্যদিনের ব্যাপার। এমনকি এলএসডি, কোকেনের মতো মাদকও নেওয়া হয়। আর এই গুজবেই শীলমোহর দিলেন প্রযোজক রাণা সরকার। আরিয়ানের গ্রেফতারের পরপরই একটি পোস্ট করেন তিনি।
রাণা সরকার তাঁর পোস্টে লিখেছেন, ‘কোলকাতায় যেসব।সেলিব্রিটিরা নেশার সাথে জড়িত তার এখনই এসব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকাপ রুমে, ফটোশ্যুটে, পাবলিক প্লেসে সেলিব্রিটিরা বেপরোয়া ভাবে নেশা করছেন শোনা যাচ্ছে। ডিরেক্টর, প্রোডিউসার, চ্যানেল, অনেকক্ষেত্রেই প্রশ্রয় দিচ্ছেন। যে কোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন। কেরিয়ারের কথা ভাবুন।
Published on Tuesday, 5 October 2021, 8:56 pm | Last Updated on Tuesday, 5 October 2021, 10:00 pm by Bahok Desk









