বাহক নিউজ ব্যুরো : আজ ২২শে ডিসেম্বর অর্থাৎ আশা ভবন সেন্টারের প্রতিষ্ঠা দিবস আর এই বছর আশা ভবন সেন্টার ২৩তম বর্ষে পদার্পণ করলো আর প্রতি বছরের ন্যায় এই বছরও আশা ভবন সেন্টারে দিনটিকে বিশেষ ভাবে পালন করা হয়।

এর পাশাপাশি আশা ভবন সেন্টারের প্রাঙ্গণে হাওড়া জেলার বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে স্পেশাল অলিম্পিকের গেমসের আয়োজন করা হয়।এই গেমসে হাওড়া জেলার প্রায় ২৫০ জনের উপর খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু মহাশয় তারপর আজকের এই দিনে আশা ভবন সেন্টারের প্রাঙ্গণে কুচকাওয়াজের আয়োজন করা হয়, এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে হাওড়া জেলার গ্রামীন পুলিশের পুলিশ ব্যান্ড ও উলুবেড়িয়া কলেজের এন.সি.সি এর একটি টীম।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আজকের এই দিনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, হাওড়া সদর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অলোকনন্দা ভোয়াল, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা বেগম,উলুবেড়িয়া ১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুভ্রা দাস, উলুবেড়িয়া থানার আ.ই.সি রামেশ্বর ওঝা,রাজাপুর থানার ওসি অজয় সিং, উলুবেড়িয়া পৌরসভার কো-অর্ডিনেটর নির্মল জানা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক স্বপন চেটেল, বিশিষ্ট সমাজসেবী হাসিবুর রহমান, দেবাশীষ ব্যানার্জি সহ আশা ভবন সেন্টারের প্রতিষ্ঠাতা-সম্পাদিকা সুকেশি বারুই,আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই,স্পেশাল অলিম্পিক কমিটির এরিয়া ডিরেক্টর অশোক চাকী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। এদিন উপস্থিত সকল ব্যক্তিবর্গরা তাদের বক্তব্যর মাধ্যমে সকল অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহীত করে।আজকে উপস্থিত সকল অতিথি,খেলোয়াড় ও তাদের অভিভাবক-অভিভাবিকারা আশা ভবন সেন্টারে এই আয়োজন ও আথিতেয়তায় মুগ্ধ।