on the left side anbrata, on the right side cbi
অনুব্রতর বাড়ি ঘেরাও করল সিবিআই, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: বুধবার থেকেই জল্পনা চলছিল। কী হয় কী হয়! এবার কি আরও কড়া হবে সিবিআই। তৃণমূল নেতা অনুব্রত মন্ডল নিয়ে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজ্য রাজনীতির অলিন্দে। সেই জল্পনাই সত্যি হল খানিকটা। রাখী পূর্ণিমার সকালেই বিরাট কনভয় পৌঁছে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্টর বাড়িতে।

আরও পড়ুন: BREAKING: ‘কৃপাসিন্ধু’য় CBI কৃপা, চড়াম চড়াম শব্দে গারদ-মুখী মমতার কেষ্ট

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রায় ১৬ গাড়ির কনভয় নিয়ে অনুব্রত মন্ডলের বাড়িতে পৌঁছলেন ৭-১০ জন সিবিআই আধিকারিক। বাড়ির চারপাশে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির প্রবেশপথের সব গেটেই কড়া নজর রাখা হচ্ছে। তাহলে কি অবশেষে গ্রেফতার হচ্ছেন অনুব্রত? না কি শুধুই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই? যদিও রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যেভাবে আচমকা সিবিআই আজ হানা দিয়েছে, তাতে অনুব্রত মন্ডলকে গ্রেফতারের জল্পনা জোরালো হচ্ছে।

আরও পড়ুন: Rakhi Bandhan: পরাধীন ভারতে রাখী উৎসব, রবীন্দ্রনাথ বিভেদের পরিবেশকেও বেঁধেছিলেন সম্প্রীতির বন্ধনে

প্রসঙ্গত, কয়েকদিন আগে থেকেই অনুব্রত মন্ডল এবং গরু পাচার মামলার তদন্ত নিয়ে ফের সক্রিয় হচ্ছিল সিবিআই। বারবার হাজিরা এড়িয়ে যাওয়া অনুব্রত মন্ডল নিয়ে প্রশ্ন উঠছিল। বিজেপি, কংগ্রেস, বাম নেতাদের তরফে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি উঠছিল। এমনকি বারবার অসুস্থতার কথা নিয়েও প্রশ্ন উঠছিল। বোলপুর হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী কাণ্ডের পরে সেই বিতর্ক আরও বাড়ে। গতকাল গভীররাতে বোলপুরে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এই ভূমিকায় অশনিসংকেত দেখছেন অনুব্রত?