central-government-policy-WB Sales Representatives Union 1
Central Government Policy : কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত WB Sales Representatives Union-এর বিক্ষোভ! কেন এই বিক্ষোভ? জানুন বিস্তারিত, গ্রাফিক্স; বাহক

Bahok News Bureau: সমস্ত পশ্চিম্বঙ্গের সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন (West Bengal Sales Representatives’ Union) কেন্দ্রীয় সরকারের ঘোষিত বেশ কয়েকটি নীতির (Central Policy) বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশিত হয়েছে। শুক্রবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে র‌্যালিটি শুরু হয়ে স্টেডিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। এই সমাবেশ থেকে, ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের কাছে অনেক দাবি তোলে এবং তাদের ঘোষিত কয়েকটি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়। (central-government-policy-WB Sales Representatives Union)

উত্থাপিত দাবিগুলির মধ্যে রয়েছে:

১) কেন্দ্রীয় সরকারের নীতি (Central Policy) ওষুধের উপর পণ্য ও পরিষেবা কর (GST) প্রত্যাহার করবে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

২) নতুন শ্রম বিরোধী আইন প্রত্যাহার করবে এবং পুরানো ৪৪ টি শ্রম আইন পুনরায় চালু  করবে।

৩) বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম ২১,০০০ টাকা ভাতা ঘোষণা করবে।

৪) পেনশন হিসাবে অবসরপ্রাপ্ত প্রতিনিধিদের ১০,০০০ টাকা প্রদান করবে ইত্যাদি।

এছাড়া রাজ্য সরকারের কাছেও তারা কিছু বহু দাবি তুলেছেন। এগুলির মধ্যে কয়েকটি হল রাজ্য সরকার যেন কর্মীদের কাজের জন্য সঠিক বেতন দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নিয়ম অনুসারে, সরকারি হাসপাতালে চিকিৎসা কর্মী হিসাবে চাকরি দেওয়া হয়  তবে  সকল প্রতিনিধিদের যেন বিনামূল্যে চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং চিকিৎসা প্রতিনিধিদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়  ইত্যাদি।

এ ধরনের বিক্ষোভের কারণ:

সংগঠনের সেক্রেটারি পলাশ সাহা বলেন, “আমরা একটি অরাজনৈতিক সংগঠনের সদস্য। আমরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই দাবিগুলো নিয়ে আমরা আগামী ১০ ডিসেম্বর আমাদের ৪১তম বার্ষিক সম্মেলনের আয়োজন করব।” (central-government-policy-WB Sales Representatives Union)

Train Accident: বেওয়ারে ট্রেন দুর্ঘটনা! স্টপারের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ৪টি বগি, হতাহতের সংখ্যা কত?

 

 

Jalebi : আপনি কি জানেন জিলিপিতে প্যাঁচ থাকে কেন? এই আড়াই প্যাচের পিছনের রহস্য কি? জানুন বিশদে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)