
Table of Contents
Bahok News Bureau: চন্দ্রযান-টু (Chandrayaan-3) অভিযানের পরে চন্দ্রযান-থ্রি (Chandrayaan-3) অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। চন্দ্রযান-২ চাঁদে অবতরণ করবে ও চাঁদকে প্রদক্ষিণ করবে। এতে একটি প্রোপোলশন মডিউল, একটি ল্যান্ডার ও একটি রোভার থাকবে। এর প্রধান লক্ষ্য হল সঠিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করা ও পর্যবেক্ষণ করা। চন্দ্রযান-৩-এর ডিরেক্টর হলেন মোহন কুমার। বিজু সি. থমাস এই অভিযানের রকেট ডিরেক্টর এবং ডঃ পি. ভিরামুথুভেল মহাকাশযানটির পরিচালক।
এই অভিযান যাতে সাফল্যের মুখ দেখে, নানান রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যালগরিদমের মান আরও উন্নত করা হয়েছে। যে সমস্ত কারণে চন্দ্রযান-২ অভিযান ব্যর্থ হয়েছিল, সেই সমস্ত বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে।
■ চন্দ্রযান-৩ কবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে?
১৪ই জুলাই তারিখে তথা শুক্রবারে শ্রীহরিকোটা থেকে দুপুর ২:৩০ নাগাদ চন্দ্রযান-৩-কে উৎক্ষেপণ করা হবে (Chandrayaan-3 Launch) । জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চন্দ্রযান-৩ ২৩-২৪ আগস্ট নাগাদ চাঁদে নামবে। যদিও সেখানে সূর্যোদয়ের পরিস্থিতি দেখে এই পরিকল্পনায় পরিবর্তন আনা হতে পারে। যদি সূর্যোদয় দেরিতে হয়, তাহলে ইসরো ল্যান্ডিংয়ের সময় পরিবর্তন করে সেপ্টেম্বর করতে পারে।
■ একটি জিনিস চন্দ্রযান-২-এর সঙ্গে থাকলেও, চন্দ্রযান-৩-তে অনুপস্থিত:
চন্দ্রযান-২ (Chandrayaan-2)-এর মতো চন্দ্রযান-৩-তেও ল্যান্ডার ও রোভার পাঠানো হবে। কিন্তু, এতে অর্বিটার (Orbitar) থাকবে না। এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ। আসলে চন্দ্রযান-২-এর অর্বিটার এখনও মহাকাশে সফলভাবে কাজ করছে।
■ চন্দ্রযান-৩ কোথায় অবতরণ করবে?
দাবি করা হয়েছে, চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করবে ২০২৩ সালের ২৩-২৪ আগস্ট তারিখ নাগাদ। চন্দ্রযান-৩-এর বিক্রম ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ মেরুতে (South Pole of Moon) অবতরণ করানো হবে। যদি ভালোভাবে তথা বিনা বাধায় বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফ্ট ল্যান্ডিং করে নেয়। তাহলে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ ভারতই হবে। হ্যাঁ, এখনও পর্যন্ত কোনো দেশে চাঁদের দক্ষিণ দিকে অবতরণ করতে পারেনি। এই অভিযান সাফল্য লাভ করলে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ ও চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ ভারত হয়ে যাবে।

■ পৃথিবীর ১৪ দিনের সমতুল্য কাজ ১দিনে করবে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান:
চন্দ্রপৃষ্ঠে ভালোভাবে অবতরণ করা হয়ে গেলে ল্যান্ডার বিক্রম (Lander Vikram) ও রোভার প্রজ্ঞান (Rover Pragyan) পৃথিবীর ১৪ দিনের সমতুল্য কাজ একদিনেই করবে। আসলে পৃথিবীর ১৪ দিন চাঁদের ১ দিনের সমান। এই বিষয়ে ইসরোর প্রাক্তন ডাইরেক্টর কে সিবনের মন্তব্য, “চন্দ্রযান -৩-এর সাফল্যের দৌলতে ইসরোর পরবর্তী প্রজেক্ট ‘গগণযান’ উৎসাহ পাবে”। উল্লেখ্য, তাঁর কার্যকালেই তথা ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠানো হয়েছিল। সেইবারে চন্দ্রযান অভিযান ব্যর্থ হয়ে যায়। তিনি জানিয়েছেন, “ইসরো ব্যর্থতার বিভিন্ন কারণগুলোকে বিশ্লেষণ ও পর্যালোচনা করেছে এবং সেগুলোকে ঠিক করেছে। এইবার নিশ্চিতরূপে সাফল্য পাওয়া যাবে”।
■ চন্দ্রযান -৩ গুরুত্বপূর্ণ কেন?
চন্দ্রযান-৩ উৎক্ষেপণ (Chandrayaan-3 Launch) ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চন্দ্রযান-৩-এর তিনটি প্রধান কাজ হল-
১. সফ্ট ল্যান্ডিং প্রদর্শন করা।
২. চাঁদে রোভার অপারেশন প্রদর্শন করা।
৩. চন্দ্রপৃষ্ঠে ইন-সিটু (in-situ) বৈজ্ঞানিক পরীক্ষা ও পর্যবেক্ষণ পরিচালনা করা।
উল্লেখ্য, চন্দ্রপৃষ্ঠে সফ্ট ল্যান্ডিং করাই হল বিক্রম ল্যান্ডারের উদ্দেশ্য এবং চাঁদে থাকাকালীন চন্দ্রপৃষ্ঠের কেমিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে প্রজ্ঞান রোভারের কাজ।
উল্লেখ্য, আর তাই, চন্দ্রযান-৩ অভিযান ভারতের জন্য তথা ইসরোর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
■ চন্দ্রযান -৩-এর বাজেট কত?
চন্দ্রযান -৩-এর বাজেট ৬১৫ কোটি টাকা।
■ চন্দ্রযান -৩-এর মোট ওজন কত?
চন্দ্রযান-৩-এর মোট ওজন হল ৩৯০০ কেজি। প্রোপোলশন মডিউলের (Propulsion Module) ওজন ২১৪৮ কেজি, ল্যান্ডারের (Lander) ওজন ১৭৫২ কেজি ও রোভারের (Rover) ওজন ২৬ কেজি।
■ চন্দ্রযান -৩ উৎক্ষেপণের তারিখ ও সময়?
চন্দ্রযান-৩ ১৪ জুলাই, ২০২৩ তারিখে ২:৩৫:১৭ IST সময়ে উৎক্ষেপণ করা হবে (Chandrayaan-3 Launch)।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।