mirabai chanu in commonwealths
Mirabai Chanu wins Gold

বাহক নিউজ় ব্যুরো: বার্মিংহামে (Birmingham) আয়োজিত হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022)। এই কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছেন সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। এই গেমসে মহিলাদের ৪৯ কেজি বিভাগে অংশগ্রহণ করে সোনা (Gold) জিতলেন তিনি। উল্লেখ্য, এই বিভাগে স্ন্যাচে তিনি ৮৮ কেজি ওজন তুলে গোল্ড পেয়েছেন।

আরও পড়ুন: ‘স্মৃতি ইরানিও রাষ্ট্রপতির অবমাননা করেছেন’, স্পিকারের কাছে পাল্টা দাবি অধীরের

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই জয়ের মধ্যে দিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। তাঁর এই স্বর্ণপদক জয়ের মধ্যে দিয়েই ভারত বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এই প্রথমবার স্বর্ণপদক পেল। তিনি টোকিও অলিম্পিক্সেও অংশগ্রহণ করেচিলেন। সেখানে তিনি যদিও রূপো পেয়েছিলেন। কিন্তু, এরপর থেকেই ভারতবাসীর নয়নের মণি হয়ে ওঠেন তিনি। যদিও, ভারতবাসীকে তিনি আশাহত হতে দেননি, আশার আলো জ্বালিয়ে রেখেই সমগ্র ভারতবাসীর হাতে তুলে দিলেন বার্মিংহাম কমনওয়েলথ গেমসের তাঁর প্রথম স্বর্ণপদক।

আরও পড়ুন: মানুষ বড় সস্তা, সে জ্যোতিষী হলেই পারত!

প্রসঙ্গত, বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২-এ একের পর এক রেকর্ড গড়েছেন মীরাবাঈ চানু। একদিকে যেমন এটি তাঁর কমনওয়েলথ গেমসে নয়া রেকর্ড, তেমনই এটা তাঁর জাতীয় রেকর্ডও। আবার, এটা তাঁর সেরা ব্যক্তিগত পারফমেন্সও। কারণ, টোকিও অলিম্পিক্সে তিনি ৪৯ বিভাগে অংশগ্রহণ করেই দ্বিতীয় স্থান পেয়েছিলেন, এহেন বার্মিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ তাঁর নিজের জন্য এবং দেশের জন্য, দুই ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ।