বাহক নিউজ় ব্যুরো: রাজেন্দ্র নগর থেকে এনজিপি যাওয়ার পথে আপ ক্যাপিটাল স্পেশাল ট্রেনের জানলা গলে বাইরে পড়ে গেল ছোট্ট শিশু। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের অধিকারী রেল স্টেশনে।
জানা গিয়েছে, এদিন একটি পরিবারের সদস্যরা আপ ক্যাপিটাল স্পেশাল ট্রেনে পাটনা থেকে শিলিগুড়ি যাচ্ছিলেন। তাদেরই বছর চারেকের এক শিশু ট্রেনের জানলা দিয়ে গলে বাইরে পড়ে যায়। শিশুটির মা তখন জল খাচ্ছিলেন, তাঁর অলক্ষ্যেই খেলতে খেলতে বাচ্চাটি এমন কান্ড ঘটায়। চমকে ওঠেন সকলে, শুরু হয় চিৎকার চেঁচামেচি। অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে চেন টেনে জরুরীভিত্তিতে ট্রেন দাঁড় করায়।
রেলসূত্রে খবর, এদিন আপ ক্যাপিটাল স্পেশাল ট্রেনটি রাজেন্দ্রনগর থেকে এনজিপি-র উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল ১১ টা নাগাদ অধিকারী রেলস্টেশন অতিক্রম করার পর ট্রেনের স্লিপারক্লাসের ৭ নম্বর বগিতে থাকা একটি বছর চারেকের শিশু আপৎকালীন জানলা গলে বাইরে পড়ে যায়।
ট্রেনে ওই পরিবারের সঙ্গে থাকা এক সহযাত্রী একে পান্ডে জানান, শিশুটি স্লিপারের এমারজেন্সি জানালা দিয়ে বাইরে পড়ে যায়। আহত শিশুটির নাম আরমান নেগী। যাত্রীরা তৎক্ষণাৎ চেন টেনে ট্রেনটি দাঁড় করায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি গুরুতর জখম বাচ্চাটিকে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার পর শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।