
Table of Contents
আজ শিশু দিবসের দিন জেনে নিন এই পিছনে থাকা অজানা ইতিহাস।
আজ ১৪ই নভেম্বর, দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস (Children’s day 2023)। প্রতি বছর এই দিনে দেশের বিভিন্ন স্কুলে শিশু দিবস পালন করা হয়। পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। স্কুলে স্কুলে শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের মধ্যে দিয়ে শিশু দিবস উদযাপন করা হয়। শিশু দিবসের পিছনে লুকিয়ে থাকা ইতিহাস কী? কবে থেকে ১৪ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়? চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
কবে থেকে ভারতে শিশু দিবস পালন করা হয়?
আগে ২০ই নভেম্বর পালন করা হতো শিশু দিবস (What is the real date of children’s Day?)। ১৯৫৮ সালে জাতিসংঘ প্রথম ২০ই নভেম্বর বিশ্বজুড়ে শিশু দিবস (World Children’s day) পালন করা শুরু করে। এরপর থেকে ভারত সহ বিশ্বে এই দিনটি শিশু দিবস পালন করা হয়। তবে ১৯৬৪ সাল থেকে ভারতে ২০ই নভেম্বরর পরিবর্তে ১৪ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালিত হতে থাকে। এদিন ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহর লাল নেহেরুর জন্মদিন।
শিশু দিবস কী ও কেন? (Why is November 14th called children’s day?)
ভারতে প্রতি বছর ১৪ই নভেম্বর পালন (children’s day celebrated in india) করা হয় শিশু দিবস। পন্ডিত জওহর লাল নেহেরুর জন্মদিনটিকে (pandit jawaharlal nehru birthday) স্মরণে রাখতে এই বিশেষ দিনটি শিশুদের জন্য উৎসর্গ করা হয়। আসলে নেহেরু, শিশুদের খুবই ভালোবাসতেন। শিশুরা নেহেরুকে চাচা বলে সম্বোধন করতেন। পন্ডিত জওহরলাল নেহেরু মনে করতেন শিশুরা এ সমাজের ভিত্তি, আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই ১৯৬৪ সাল থেকে পন্ডিত নেহেরুর জন্মদিন অর্থাৎ ১৪ই নভেম্বর ভারতে সর্বসম্মতিক্রমে শিশু দিবস হিসাবে পালন করা হয় (Why Nehru’s birthday is celebrated as children’s day?)। এ দিনের উদ্দেশ্য শিশুদের অধিকার সম্পর্কে মানুষকে জাগ্রত করা এবং শিশুদের সযত্নে সুশিক্ষিত করে তোলা।
বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়? (World Children’s Day date)
ভারতে ১৪ই নভেম্বর শিশু দিবস পালিত হলেও, সারা বিশ্বে কিন্তু ২০ই নভেম্বর এই বিশেষ দিনটি পালন করা হয়। জাতিসংঘ (united nations) ১৯৫৪ সাল থেকে এই দিনটি শিশু দিবস হিসাবে পালন করা শুরু করে। শুধু দিন নয়, ১৪ই নভেম্বর থেকে ২০ই নভেম্বর এক সপ্তাহ শিশু দিবস পালন করা হয়। এই এক সপ্তাহ জুড়ে চলে নানা কর্মসূচি ও কার্যক্রম।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।