Citizenship
বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau:কমবেশি সকলের ইচ্ছে থাকে ভিনদেশে থিতু হতে, তবে অর্থের অভাবে কিংবা সম্পূর্ণ তথ্যের অভাবে মানুষের সেই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। কিছু দেশ মানুষকে বসতি স্থাপনের জন্য যতটা সম্ভব নাগরিকত্ব দিয়ে সাহায্য করে, কিন্তু এমনও কিছু কিছু দেশ রয়েছে, যেখানে স্থায়ী বসতি স্থাপনের জন্য আপনি যতই পরিশ্রম করুন না কেন, সেখানে শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদেরই নাগরিকত্ব (Citizenship) দেওয়া হয়। আজ আমরা এমন ৬টি দেশের কথা বলতে চলেছি যেখানে নাগরিকত্ব পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়। আসুন তবে জেনে নেওয়া যাক সেই দেশগুলি সম্পর্কে কিছু কথা।

Vatican City
ভ্যাটিক্যান সিটি, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

ভ্যাটিকান সিটি (Vatican City) :

ভ্যাটিকান পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র। এখানে বাসিন্দা হওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন ক্যাথলিক কার্ডিনাল হতে হবে, যিনি ইতিমধ্যেই রোম বা ভ্যাটিকান সিটিতে বসবাস করছেন৷ নাগরিকত্ব পাওয়ার আরেকটি উপায় হলো, সরাসরি চার্চ প্রশাসনে আবেদন করা। আবেদন শুধুমাত্র সেই ব্যক্তি করতে পারেন, যাকে ভ্যাটিকান সিটিতে বসবাসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র স্বামী, স্ত্রী এবং সন্তানরাই এই পদ্ধতির জন্য যোগ্য হবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

China
চীন, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

চীন (China) :

চীনের ২০২০ সালের আদমশুমারি অনুসারে, এখানে এক কোটির বেশি লোকের মধ্যে মাত্র ৯৪১ জনকে নাগরিক করা হয়েছে। আইন অনুসারে, চীন বিদেশী বংশোদ্ভূত ব্যক্তিদের নাগরিক হওয়ার অনুমতি তখন দেবে, যদি তাদের চীনে কোনো আত্মীয় থাকে, যারা চীনা নাগরিক এবং যদি তারা চীনে স্থায়ীভাবে বসবাস করে অথবা যদি তাদের চীনা নাগরিক হওয়ার অন্য কোনো “বৈধ কারণ” থাকে।

Japan
জাপান, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

জাপান (Japan) :

জাপানি নাগরিক (Citizenship) হওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথম পাঁচ বছর জাপানে থাকতে হবে। অন্য দেশের নাগরিকত্বও ছেড়ে দিতে হবে। একবার আপনি যোগ্যতা অর্জন এবং আবেদন করলে, আপনি একটি পর্যালোচনা এবং সাক্ষাৎকার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যা সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লাগতে পারে।

Germany
জার্মানি, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

জার্মানি (Germany) :

জার্মান নাগরিকত্ব পাওয়ার জন্য আপনাকে অবশ্যই জার্মান ভাষায় কথা বলতে এবং জার্মান রাজনৈতিক ব্যবস্থা ও সমাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। চাকরি ও বসবাসের প্রমাণও দিতে হবে। সেই নাগরিককে কমপক্ষে ৮ বছর দেশে থাকতে হবে এবং অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

Bhutan
ভূটান, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

ভুটান (Bhutan) :

বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলির মধ্যে একটি হলো ভুটান। ভুটানের নাগরিকত্ব আইন অনুযায়ী, জন্মের সময় নাগরিকত্ব পেতে হলে বাবা-মা উভয়কেই ভুটানের নাগরিক হতে হবে। যাদের অভিভাবকের একজন ভুটানি, তাদের নাগরিকত্বের জন্য আবেদন করার আগে ১৫ বছর অপেক্ষা করতে হবে। অন্য দেশে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ২০ বছর ভুটানে বসবাস করার পরে এবং ১৫ বছর সরকারের জন্য কাজ করার পরে ভুটানের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। রাজা বা দেশের বিরুদ্ধে যদি কেউ কথা বলেম, তবে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে।

Austria
অস্ট্রিয়া, বিশ্বের এই ৬টি দেশে নাগরিকত্ব(Citizenship) মেলা ভার! জেনে নিন সেসব দেশের কথা, গ্রাফিক্স: বাহক

অস্ট্রিয়া (Austria) :

অস্ট্রিয়াতে স্থানান্তর হতে সেখানে আপনার পেশার চাহিদা থাকতে হবে। বর্তমানে এখানে মাত্র ১১টি পেশার চাহিদা রয়েছে। এর বাইরে কোনো পেশা থাকলে নাগরিকত্ব পেতে হলে সেই ব্যক্তিকে তার পেশায় শীর্ষ হতে হবে। তারপরে আপনাকে ১০ বছর অস্ট্রিয়াতে থাকতে হবে, জার্মান ভাষা শিখতে হবে এবং অন্য দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে হবে।

আরও পড়ুন: Sam Bahadur Review: ‘আপ রাজনীতি সামভালিয়ে জিসকা আপকো ট্রেনিং মিলি হে’, ভিকির অভিনয়ে মুগ্ধ নেট দুনিয়া! রইল ‘স্যাম বাহাদুর’ রিভিউ

 

আরও পড়ুন: Unknown Facts-Deepest River in India: জানেন ভারতের গভীরতম নদী কোনটি? ডুবে যেতে পারে আস্ত কুতুব মিনার! জেনে নিন বিস্তারিত

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)