Table of Contents
Bahok News Bureau:গতকাল অর্থাৎ চলতি বছরের ২৫শে নভেম্বর কেরালার কোচি (Cochin) ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (CUSAT) ঘটেছে ভয়ংকর দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ফেস্ট উপলক্ষ্যে মিউজিক কনসার্টের (Music concert) আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই ঘটে বড় অঘটন। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কলেজের ৪ পড়ুয়ার। গুরুতর জখম হয়েছে কমপক্ষে ৪৬ জন।
কীভাবে ঘটে দুর্ঘটনা ?
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে মিউজিক ফেস্টিভ্যাল (Music Festival) চলছিল। ওইদিন নিকিতা গান্ধীর পারফর্ম করার কথা ছিল। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ কি বললেন?
অন্তত ৬৪ জন ছাত্র ও ছাত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয় এবং আহত ৪৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। তারা সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন।
মর্মাহত নিকিতা গান্ধী
এই ঘটনায় মর্মাহত সংগীতশিল্পী নিকিতা গান্ধী। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লেখেন, ‘কোচিতে সন্ধ্যাবেলায় যা ঘটনা ঘটল তাতে আমি মর্মাহত এবং বিধ্বস্ত। আমি ঘটনাস্থলে পারফর্ম করতে যাওয়ার আগেই এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনা ব্যাখ্যা করার মতো কোনও ভাষা নেই আমার কাছে। পড়ুয়াদের পরিবার-পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কি বললেন?
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্যাম্পাস জুড়ে। শোকপ্রকাশ করে মৃত পড়ুয়াদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এমনকি এই বিষয়ে আলোচনা করতে তিনি মন্ত্রীসভার জরুরি বৈঠকও ডেকেছেন।
আরও পড়ুন: Winter Diet: এই শীতকালে নিজেকে সুস্থ রাখতে কী করবেন? জেনে নিন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।