বাহক নিউজ় ব্যুরো: দীর্ঘদিনের সঙ্গীতজীবনে গেয়েছেন অনেক গান, সুর ও দিয়েছেন কিন্তু কখনো শ্যামাসঙ্গীত গাওয়া হয়নি জিৎ গঙ্গোপাধ্যায়ের। এই নিয়ে তাঁর চেয়েও বেশী আক্ষেপ ছিল তাঁর মায়ের । আর এবার তাই মায়ের আদেশেই ভক্তিগীতির রসে সিঞ্চিত হলেন জনপ্রিয় গায়ক ও সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে জিৎ বলেন,” প্রতি বছর মা বলেন- সব গাইলি, একটা শ্যামাসঙ্গীত গাইলি না? আমারও খুব ইচ্ছে ছিল একটা ভক্তিমূলক গান গাই কিন্তু কিছুতেই হচ্ছিল না।” তিনি আরো জানান এই বছর দীপাবলীর আগে হঠাৎ তাঁর মা নির্দেশ দেন, একঘন্টার মধ্যে গান চাই। সাথে সাথে তিনি আর চন্দ্রাণী মুখোপাধ্যায় বসে পড়েন। চন্দ্রাণীর লেখা আর জিতের সুরে তৈরী হয়ে যায় গান।
সংযোগ ছাড়া যে ভক্তিমূলক গান হয়না স্বীকার করেছেন জিৎ, সেই কারণেই হয়তো এতদিন সময় লেগে গেল তাঁর। নিজের মায়ের পাশাপাশি তিনি ধন্যবাদ দিয়েছেন এস ভি এফ প্রযোজনা সংস্থাকেও।
তাঁর পরণে লাল ধুতি -পাঞ্জাবী, কপালে লাল তিলক। প্রদীপ, রঙ্গোলী, তারা মায়ের ছবি, মাটির দেওয়ালে আলপনা, সব মিলিয়ে ভিডিও জুড়ে রামপ্রসাদী আবহে ‘তারা তুই’ গানে নিজেকেও মায়ের পায়ে সঁপে দিয়েছেন জিৎ।
জিতের এটাই প্রথম মিউজিক ভিডিও। ভাইব্রেশন স্টুডিওতে গানের রেকর্ড হয়েছে। তবে শ্যামাসঙ্গীতেও জিৎ গীটার, ড্রাম ব্যবহার করেছেন। শিল্পীর যুক্তি , মায়ের আর্শীবাদ ছাড়া কিছু হয়না। জন্মদাত্রী ও তারা মা চেয়েছেন বলেই ভক্তিমূলক গানও গাওয়া হল তার।