বাহক নিউজ় ব‍্যুরো:  চলে গেলেন অখিল ভারতীয় অখারা পরিষদের ধর্মীয় সর্বোচ্চ নেতা নরেন্দ্র গিরি। গতকাল সন্ধ্যা তাঁর মৃত দেহ পাওয়া যায় তার তাঁর বাড়ি থেকে। পুলিশের প্রাথমিক অনুদান, এটি আত্মহত্যা।

নরেন্দ্র গিরি , যিনি সর্বভারতীয়ভাবে সাধু সন্ন্যাসীদের তৈরি গঠিত বডির কর্তা ছিলেন, তাঁর আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্তগনের মধ্যে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের দায়িত্বপ্রাপ্ত এক অভিজ্ঞ পুলিশ অফিসারের কথায়, ” আমরা নোট পড়ছি। তিনি এই সুইসাইড নোটেও প্রকাশ করেছেন, তিনি বিচলিত। তিনি তাঁর লেখার পর আশ্রমের সঙ্গে কী করা উচিত তাও লিখেছেন।যা উইলের আকারে বর্ণিত আছে।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পুলিশ আনন্দ গিরি নামে তার এক শিষ্যকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের দাবি, এই ঘটনায় হরিদ্বারের এই সাধুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ  আছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং অন্যান্য রাজনৈতিক নেতারা টুইট করে তাদের সমবেদনা জানিয়েছেন।

যোগী টুইটে লেখেন, “অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি। প্রভু শ্রী রাম এর প্রতি প্রার্থনা করা হচ্ছে দিবংগত পুন্যাত্মা আপনার শ্রীকৃষ্ণের অবস্থানে এবং শোকেকুল অনুযায়িদের এই দু दुःখ সহ্য শক্তি প্রদান করুন।

ॐ শানতি!”

মোদী টুইট করেন, “আখড়া পরিষদের সভাপতি শ্রী নরেন্দ্র গিরির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি নিবেদিত থাকা সত্ত্বেও, তিনি সন্ত সমাজের অনেক ধারাকে একসঙ্গে সংযুক্ত করতে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। প্রভু তাকে আপনার চরণে স্থান দিন। ওম শান্তি,”

কংগ্রেসের বিভিন্ন সংগঠন থেকেও তাঁর প্রতি সমবেদনা জানিয়ে টুইট করা হয়।

 

 

 

Published on Tuesday, 21 September 2021, 8:41 am | Last Updated on Tuesday, 21 September 2021, 8:43 am by Bahok Desk