বাহক নিউজ় ব্যুরো: ফিরতে চলেছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। জানুয়ারিতেও বইমেলারও আগে অনুষ্ঠিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। আজ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীর জন্য জোড়া খুশি খবর জানানো হল।
করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। তবু তৃতীয় ঢেউ আসার সম্ভবনা মাথা রেখেই করোনা বিধি মেনে বইমেলা আয়োজন করা হবে। জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করার সিদ্ধান্ত হয়েছে। কলকাতা বইমেলা শুরু হবে ৩১শে জানুয়ারি। ২০২১ সালে কলকাতা বইমেলা হয়নি করোনা পরিস্থিতির কারণে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হওয়ার পর রটে গিয়েছিল ডিসেম্বরে বইমেলা হতে চলেছে। কিন্তুু তা নয়, ৩১শে জানুয়ারি শুরু হচ্ছে কলকাতা বইমেলা। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। এবছরের কলকাতা বইমেলার থিম ঠিক করা হয়েছিল বাংলাদেশ। ২০২২ কলকাতা বইমেলাতেও থিম থাকছে বাংলাদেশ।
২০২১ সালের বইমেলা যখন অনিশ্চিত তখন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছিলেন, “এবারের থিম হল বাংলাদেশ। সেজন্য এবারের বইমেলাকে বঙ্গবন্ধু মুজিবর রহমানকে উৎসর্গ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।” পুনরায় আমন্ত্রণ করা হলে ২০২২ বইমেলায় তাই আসতে পারেন শেখ হাসিনা।
কলকাতা বইমেলা আবার হতে চলেছে জেনে খুশি পাঠক, লেখক-লেখিকা, প্রকাশক এবং বইয়ের সঙ্গে যুক্ত থাকা সমস্ত কর্মীরা। কলকাতা আন্তর্জাতিক বইমেলার অপেক্ষায় কলকাতাবাসী।