অতীতের বিরোধী দল আর বর্তমানের বিরোধী দলের তুলনা করতে গিয়ে বর্তমানের বিরোধী দলের চেয়ে অতীতের বিরোধী দলকেই বেশি মার্কস দিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের যোগদান সম্মেলনে দলের কর্মীদের এমনটাই বার্তা দিলেন অনুব্রত।
সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ১৯টি অঞ্চল থেকে প্রায় কয়েকশো নেতা-কর্মী অনুব্রত মণ্ডলের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এই সম্মেলনে। সম্মেলনে বিজেপিকে এক হাত নিয়ে অনুব্রত বলেন, “৩৪ বছর ধরে একটা দলকে দেখেছি। বামেদের শাসন দেখেছি। ওরা এত মিথ্যা কথা বলত না। মানুষকে ঠকাতো না। কিন্তু, আমাদের এখনকার বিরোধী দল যেভাবে মানুষকে ঠকায়, প্রতারণা করে তা নিয়ে সত্যিই আর কিছু বলার নেই। যাঁরা এই দল ছেড়ে ওই দলে গিয়েছেন তাঁরা ভাল করেছেন। সত্যি বলতে কি, আমাদের দল এখন ভাল রয়েছে।” তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে চলে গিয়েছেন একইসঙ্গে এইভাবে কটাক্ষ করেন অনুব্রত। বীরভূম জেলা সভাপতি আরো বলেন, “মনে রাখবেন, আমিও কর্মী আপনারাও কর্মী। এই দলে একজনই নেত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেউ দলের প্রধান নয়। আমি নিজেও কোনও বিধায়ক, সাংসদ বা নেতা নই। আমি কর্মী।”
প্রসঙ্গত, ২৪শের লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী সমস্ত দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন দলনেত্রী মমতা ব্যানার্জী। এরপরই বীরভূম জেলা সভাপতির মুখে বামেদের গুণগানকে বামেদের উদ্দ্যেশ্যে জোটের আহ্বান হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।
শুভময় মল্লিক
Published on Monday, 26 July 2021, 5:31 pm | Last Updated on Monday, 26 July 2021, 5:31 pm by Bahok Desk









