বাহক নিউজ় ব্যুরো: ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। বিজেপির বিরুদ্ধে বাম ও ঘাসফুলের রাজনৈতিক সমীকরণ তাই এখন জল্পনার মূলে। এবার, সমস্ত জল্পনার অবসান ঘটালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি স্পষ্টভাষায় জানিয়ে দিলেন যে, ত্রিপুরায় সিপিএম ও তৃণমূলের জোট হবে কি না!
তিনি বললেন, “আমরা এতদিন অত্যাচারিত হয়েছি, বাইরে থেকে একটা দল এসে অত্যাচারের শিকার হয়েছে, আমার অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি মাত্র। তার মানে এটা নয়, আমরা তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছি”। তিনি আরও দাবি করলেন যে, ত্রিপুরার মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে যে বিজেপি বেঈমানি করেছে। বিজেপির নিজেদের প্রতিশ্রুতি পালন করেনি, এটাও অভিযোগ করলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরায় রাজনৈতিক মানচিত্রে তৃণমূল কংগ্রেস নিজেদের রং-কেও দেখতে চেয়েছে। সেই কারণেই, দফায় দফায় তৃণমূলের বিভিন্ন নেতাদের ও প্রশান্ত কিশোরের টিমকে ত্রিপুরায় যেতে দেখা গেছে। যদিও, ত্রিপুরায় গিয়ে তাঁদেরকে বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে, তৃণমূলকে কোন সভা সমিতি করতে দেওয়া হচ্ছে না, পুলিশ প্রশাসনের হাতে হয়রান হতে হচ্ছে, এই সমস্তই অভিযোগ করা হয়েছে ত্রিপুরার শাসকদল তথা বিজেপির বিরুদ্ধে।
এদিক, বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের ও পিকের টিমের পাশে দাঁড়িয়েছে মানিক সরকার। যার ফলে সিপিএম ও তৃণমূলের রাজনৈতিক সমীকরণ প্রসঙ্গে শুরু হয়েছিল জল্পনা। সেই সমস্ত জল্পনারই অবসান ঘটালেন মানিক সরকার। তিনি বললেন যে, বাইরের থেকে আগত দলের ওপর ‘অত্যাচার’ প্রসঙ্গে শুধুমাত্র পাশে দাঁড়িয়েছে সিপিএম, জোটের কোনো প্রশ্ন নেই।