বাহক নিউজ় ব্যুরো: আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। প্রায় একবছর পর ভারতীয় দলের সাজঘরে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে, এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে। বোর্ড সচিব জয় শাহ জানালেন ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন ধোনি।
অবসরের সিদ্ধান্ত নেওয়ার প্রায় একবছর পর ভারতীয় দলের সঙ্গে থাকবেন ‘ক্যাপ্টেন কুল’। ধোনি থাকা মানেই সাজঘরে একটা পজিটিভ এনার্জি থাকবেই, এমনটা মনে করছেন বিসিসিআই।
সংযুক্ত আরব আমিরশাহীতে টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ই অক্টোবর থেকে। ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিরুদ্ধে, ২৪ অক্টোবর। ইতিমধ্যেই ধোনি সহ চেন্নাই সুপার কিংস দলের অনেক ক্রিকেটার আমিরশাহী পৌঁছে গিয়েছেন আইপিএল খেলতে। ভারতীয় শিবিরে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জেতার জন্য দলকে উদ্বুদ্ধ করবেন ধোনি। এই বিশ্বকাপের পরেও ধোনি ভারতীয় দলের মেন্টর হিসেবে থেকে যাবেন কিনা সে ব্যাপারে কোনো স্পষ্ট উত্তর দেননি জয় শাহ।
আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল এরকম – বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, মহম্মদ শামি, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, ঈশান কিষাণ,রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল। রিজার্ভে রয়েছেন – শার্দুল ঠাকুর, দীপক চাহার, শ্রেয়স আইয়ার