বাহক নিউজ ব্যুরো : করোনা আবহে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ১৪ তম আইপিএল। বাকি ম্যাচগুলি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। আজ আইপিএলের চারটি দল পরিবর্ত হিসেবে নিলো নয়জন নতুন ক্রিকেটারকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার পরিবর্তে এলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা। ড্যানিয়েল স্যামসের পরিবর্তে এলেন দুষ্মন্ত চামিরা, কেন রিচার্ডসনের পরিবর্তে জর্জ গার্টন এবং ফিন অ্যালেনের পরিবর্ত হিসেবে টিম ডেভিডকে নিয়েছে আরসিবি। মোট চারটি পরিবর্তন করেছে বিরাট কোহলির দল।
রাজস্থান রয়্যালস দলে দুটি পরিবর্তন হয়েছে। গ্লেন ফিলিপস ও তাবারেজ শামসিকে দলে নিয়েছে রাজস্থান। জোফ্রা আর্চারের পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন ফিলিপস এসেছেন। অ্যান্ড্রু টাইয়ের পরিবর্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবারেজ শামসি এসেছেন রাজস্থান দলে।
পাঞ্জাব কিংস দুটো পরিবর্তন করেছে। অস্ট্রেলিয়ার দুই জোরে বোলার রাইলে মেয়ারডিথ ও ঝাই রিচার্ডসনকে বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে না। পরিবর্ত হিসেবে এলেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এবং ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। সংযুক্ত আরব আমিরশাহীর স্পিন সহায়ক উইকেটে মুরুগান অশ্বিন, রবি বিষ্ণইয়ের সাথে তৃতীয় লেগ স্পিনার হিসেবে রশিদ যুক্ত হওয়ায় পাঞ্জাব দলের স্পিন বিভাগে অনেকটাই শক্তিশালী হল।
নাইট রাইডার্স একটি পরিবর্তন করেছে। প্যাট কামিন্স আসতে পারছেন না এবছর। পরিবর্ত হিসেবে নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি এসেছেন কেকেআরে। ২০২০ সালের নিলামে অবিক্রিত ক্রিকেটার ছিলেন সাউদি। এবছরে তার পারফরমেন্স কেমন হয় সেদিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।