আসন্ন টি২০ বিশ্বকাপে একই গ্রুপে ভারত ও পাকিস্তান। অনেক দিন পর আবার দুই প্রতিদ্বন্দ্বী ক্রিকেট দল মুখোমুখি হওয়াতে ক্রিকেটপ্রেমীদের মনে খুশীর ঝড়।
ভারত পাকিস্তান খেলা মানেই উত্তেজনা চরমে। পাকিস্তান আগের থেকে অনেক দুর্বল দল হলেও এখনও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের উত্তেজনা চরমে থাকে। আন্তর্জাতিক রাজনৈতিক কারণে দুই দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও আই সি সির টুর্নামেন্টে তাঁদের খেলতেই হয়। অগত্যা সেটাই ঘটল। আসন্ন টি২০ বিশ্বকাপে দুই দল আবার মুখোমুখি হচ্ছে।
আজ আই সি সি থেকে টি২০ বিশ্বকাপের জন্য দল নির্বাচন করা হয়। মোট ১২ টি দল থাকবে দুটি গ্রুপে। তার মধ্যে গ্রুপ ১ ও গ্রুপ ২ এর মধ্যে চারটি করে আটটি দল নিশ্চিত ভাবে টি২০ বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ ১ এ থাকছে, দক্ষিন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। গ্রুপ ২-এ থাকছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। ২ টি গ্রুপের বাকি চারটে জায়গার জন্য লড়াই হবে গ্রুপ এ (বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান) ও গ্রুপ বি (শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া) এর সাথে।
যদিও এখন এশিয়া মহাদেশের অনেকেরই নজর এখন ভারত পাকিস্তান ম্যাচের উপর। যদিও এখনও সূচি প্রকাশ করেনি আই সি সি। তবে জানা যাচ্ছে যে, ১৭ই অক্টোবর থেকে ১৪ই নভেম্বর এই প্রতিযোগিতা চলবে।