Cyclone Michaung: তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম! এর প্রভাবে মৃত ২! জানুন বিস্তারিত

Bahok News Bureau: চলতি বছরের ৩রা ডিসেম্বর অর্থাৎ রবিবার বঙ্গোপসাগরে (Bay of Bengal) সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতের দিকে এগোতে থাকা এই ঘূর্ণিঝড় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung) শক্তি ক্রমশ বাড়ছে। ৫ই ডিসেম্বরের মধ্যাহ্নে নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যবর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের।

আবহাওয়া দফতর সূত্রে খবর

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে শুরু করে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে হাওয়ার গতিবেগ। তামিলনাড়ুর উত্তর উপকূলের কাছে এসে মিগজাউম (Michaung) উত্তরে বাঁক নিয়ে মঙ্গলবার তা অন্ধপ্রদেশের দক্ষিণ অংশের উপকূলে আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে ইতিমধ্যেই অন্ধ্র প্রদেশ এবং তামিলনাড়ুর উত্তরাংশের উপকূল এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

প্রধামন্ত্রী কি বললেন

এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে প্রস্তুতি হচ্ছে রাজ্যগুলি। সেই প্রস্তুতি নিয়েই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সতর্কতা প্রস্তুতি নিয়ে খোঁজ খবরের পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীকে দিয়েছেন প্রধানমন্ত্রী।

IMD কি জানালো

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, চেন্নাইতে ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন শহর। আলন্দুরের থিলাই গঙ্গা নগর সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সকালে চেন্নাইয়ের কানাথুরে প্রবল বৃষ্টি ও দমকা বাতাসের কারণে একটি নবনির্মিত প্রাচীর ধসে দুইজন মারা গেছে এবং একজন আহত হয়েছে। জানা যায়, নিহত ব্যক্তিরা ঝাড়খণ্ডের বাসিন্দা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই ঘূর্ণিঝড় মঙ্গলবার বিকেলে নেলোর এবং মাছিলিপত্তনমের মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে।

কি কি ব্যবস্থা নেওয়া হলো

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুর উত্তরাংশের উপকূল এলাকায়। সোমবার থেকে ঝোড়ো হাওয়া বওয়া শুরু হয়েছে ওই সব এলাকায়। সতর্কতা হিসাবে তামিলনাড়ু সরকার চেন্নাই, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম এবং তিরুভাল্লুর জেলায় সোমবার ছুটি ঘোষণা করেছে। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পণ্ডিচেরী, কারাইকাল, ইয়ানামেও বন্ধ রাখা হচ্ছে স্কুল-কলেজ। ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসাবে ৩ থেকে ৭ই ডিসেম্বর ১১৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ-মধ্য রেলওয়ে। বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। চেন্নাইতে ভারী বৃষ্টির কারণে শহরের কিছু অংশে জল জমেছে। ভাদাপালানীর রাস্তা প্লাবিত। গুডুভাঞ্চেরিতে নৌকা পরিষেবা শুরু হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে সোমবার চেন্নাইয়ের সমস্ত আদালতে ছুটি ঘোষণা করেছে মাদ্রাজ হাইকোর্ট। ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে তামিলনাড়ু সরকার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপেটের বেসরকারী সংস্থা ও অফিসগুলিকে তাদের কর্মচারীদের সোমবার বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। সরকার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সমস্ত লোকের চলাচল নিষিদ্ধ করেছে। তামিলনাড়ু সরকার ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সরকারী ছুটি ঘোষণা করার পরে চেন্নাই মেট্রো রেল পরিষেবা ৪ই ডিসেম্বরের জন্য তার সময়সূচী পরিবর্তন করেছে।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কি বললো

তামিলনাড়ু রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করে একটি বার্তা পাঠিয়েছে, কারণ ঘূর্ণিঝড় মিগজাউমের (Michaung) কারণে প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭৯ কিলোমিটার বেগে প্রবল বাতাস বইবে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদেরও সতর্ক থাকতে এবং ত্রাণ কেন্দ্র বা অন্যান্য নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Indian Navy Day 2023: আজ ভারতীয় নৌবাহিনী দিবস, ইতিহাস ও তাৎপর্য, কীভাবে উদযাপন করবেন? জানুন বিস্তারে

আরও পড়ুন: Explained – Bangladesh White Jersey: বাংলাদেশের টেস্ট জার্সি একেবারেই সাদা! নেই কোনো স্পনসরের লোগো! কি এমন ঘটলো? জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)