
Table of Contents
Bahok News Bureau: মূল্যবৃদ্ধির রাশ টানতে অভিনব উদ্যোগ কেন্দ্রীয় সরকারের (Union Government), কম দামে মিলবে চানা ডাল (Dal at cheap Price)।
গবির মানুষকে স্বস্তি দিতে দারুণ উদ্যোগ নিল মোদী সরকার (Modi Government)। এবার থেকে ভারতে খাদ্য সামগ্রী মিলবে খুবই সস্তা মূল্যে। লোকসভা ভোট আসতে মাত্র আর কয়েকটি মাস। এর আগেই কার্যত জিনিসপত্রের দাম বেঁধে দিতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় সরকার। গত সোমবার বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেল মারফত এ বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছে, এবার থেকে ২৭.৫০ টাকা কেজি দরে মিলবে আটা। চানা ডাল থেকে শুরু করে পেঁয়াজও অনেকটা সস্তা মূল্যে পাওয়া যাবে।
অর্ধেক দামে মিলবে চানা ডাল: (Dal at cheap price)
পাঁচ মাস আগে গত জুলাই মাসে কেন্দ্রীয় সরকার (Central Govt.) একটি পাইলট প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির রাশ টানতে আগেই সস্তায় ভারত আটা (Bharat Atta) বাজারে এনেছিল কেন্দ্রীয় সরকার। নভেম্বরের শুরু থেকে ভারত আটা প্রতি কেজিতে ২৭.৫০ টাকা দরে বিক্রি শুরু হয়েছে। এবার ভারত ডাল (Bharat Dal) নামে চানা ডাল (Chana Dal) বাজারে আনা হলো। যা মাত্র ৬০ টাকা কেজি দরে মিলবে (Bharat Dal Price)। খুব শীঘ্রই সারা দেশ জুড়ে এই বিক্রি শুরু হবে বলে জানা যাচ্ছে।
ভারত ডাল কোথায় বিক্রি হবে? (Where to buy Bharat Dal?)
গত জুলাই মাসে খুব সস্তা মূল্যে মানুষের কাছে ডাল পৌঁছে দেওয়ার জন্য ভারত ডাল নামক ব্র্যান্ড লঞ্চ করে। এই ভারত ডাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (NAFED), ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (NCCF), কেন্দ্রীয় ভাণ্ডার (Kendriya Bhandar) ও সফল স্টোর (Safal Store) থেকে কেনা যাবে। একই সাথে মোবাইল ভ্যানের মাধ্যমেও বিক্রি করা হচ্ছে ডাল (How can I get Bharat Dal?)।
এই সমস্ত স্টোর বা আউটলেটগুলি থেকে সস্তা মূল্যে ভারত আটাও কেনা যাবে (Where to buy Bharat ata)। ভারত জুড়ে ২০০০টি আউটলেট থেকে বিক্রি করা হচ্ছে ভারত আটা। একই সাথে রয়েছে ৮০০টি মোবাইল ভ্যান।
বর্তমানে পেঁয়াজের মূল্যও প্রতি কেজিতে দাঁড়িয়েছে ৫০ থেকে ৬০ টাকা (Bharat Onion Price)। পেঁয়াজের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি থেকে জনগণকে রক্ষা করতে এই সমস্ত আউটলেট খুবই সস্তা মূল্যে পেঁয়াজ বিক্রি করছে কেন্দ্রীয় সরকার। এখানে মাত্র ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।