Table of Contents
Bahok News Bureau: সম্প্রতি হলিউডের ওটিটি জগতে একটাই নাম চর্চায় রয়েছে, সেটা হল ‘শি-হাল্ক: অ্যাটর্নি অ্যাট ল’ (She-Hulk: Attorney at Law)। এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (Marvel Cinematic Universe) অধীনে প্রকাশ্যে আসা একটি মিনি ওয়েব সিরিজ (Mini Web Series)। দুর্বল ভিএফএক্স-এর কারণে বহু মানুষের সমালোচনার শিকার হয় এই মিনি সিরিজ। তবে, এই সিরিজের অপেক্ষাতেই বেশ কিছু মানুষ অপেক্ষায় ছিলেন। তবে, উল্লেখ্য, এই অপেক্ষা শি-হাল্কের কারণে ছিল না, ছিল নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ (Daredevil) ওয়েবসিরিজের নায়ক চার্লি কক্সের (Charlie Cox) জন্য।
নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ প্রথমবার প্রকাশ্যে আসে ২০১৫ সালে। ওইদিন প্রথম এপিসোড মুক্তি পাওয়ার পরে সেই যে সফর শুরু হয় ‘ডেয়ারডেভিলের’, তা চলতে থাকে ২০১৮ সাল পর্যন্ত। মোট তিনটে সিজনের সমন্বয়ে ছিল এই টেলিভিশন সিরিজটি। প্রথম সিজনটি মুক্তি পায় ২০১৫ সালে, দ্বিতীয়টি মুক্তি পায় ২০১৬ সালে এবং তৃতীয়টি মুক্তি পায় ২০১৮ সালে। এই সিরিজের নায়ক চার্লি কক্সকে ‘ডেয়ারডেভিল’য়ের তিনটে সিরিজ ছাড়াও ‘দ্য ডিফেন্ডার্স’ (The Defenders) টেলিভিশন সিরিজেও দেখা যায়। সেই তাঁর হাসি ও তাঁর অভিনয়ের মাধ্যমে বহু দর্শকের মনে জায়গা বানিয়ে নিয়েছিলেন।
এরপরে, চার্লি কক্সকে আর এমসিইউ (মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স)-এর কোনো প্রজেক্টে দেখা যায়নি। যদিও, চার্লি কক্স তথা ডেয়ার ডেভিলের বিশেষ কিছু ফ্যান রয়েছেন, যারা নিরন্তরভাবে সেই ২০১৮ সাল থেকেই দাবি করতে থাকে, চার্লি কক্সকে এবং তাঁর সিরিজ ডেয়ারডেভিলকে ফিরিয়ে আনার জন্য। অবশেষে, সেই নন-টক্সিক ফ্যানেদের ডাক যেন শুনে নিলেন মার্ভেল স্টুডিওর কর্তা কেভিন ফাইগি।
একটানা তিন বছর বাদে ২০২১ সালে চার্লি কক্সকে একজন আইনজীবী হিসাবে দেখা যায়। যদিও তা একটি ছোট্ট ক্যামিও রোল ছিল, কিছুক্ষণের জন্যই তাঁকে দেখা গেছিল টম হলেন্ড অভিনীত ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোমে’ (Spider-Man: No Way Home)। তবে, তাঁর সেই ক্ষণিকের দৃশ্যই তাঁর ফ্যানেদের মন কেড়ে নিয়েছিল। কয়েকমিনিটের দুর্দান্ত এন্ট্রির মাধ্যমে তাঁর উপস্থিতি বিভিন্ন সিনেমাহলে ‘সিটি’ বাজানোর পরিস্থিতি তৈরি করেছিল।
সেই সময়ে কিছুক্ষণের জন্য চার্লি কক্সের ফ্যানেদের আশা পূর্ণ হলেও, তারপরে তাঁদের মনে প্রশ্ন জাগতে শুরু করে যে, তাঁরা আবার চার্লি কক্সের দেখা পাবেন কিনা। এই ব্যাপারে আগে থেকে কিছু ঘোষণা না করা হলেও ২০২২ আসতেই শি-হাল্ক মিনি সিরিজের মুক্তির কথা ঘোষণা করা হয়। তখনও সম্ভবত চার্লি কক্সের ফ্যানেরা আঁচ করতে পারেনি যে, শি-হাল্কের ট্রেলারে কোন চমক অপেক্ষা করছে। হঠাৎ শি-হাল্কের ট্রেলারে ডেয়ারডেভিলের বিশেষ স্যুট পরিলক্ষিত হতেই, ফ্যানেদের মধ্যে উঠল খুশির জোয়ার।
তারপরে, এমসিইউ (MCU)-এর সাধারণ ফ্যানেদের সিংহভাগ শি-হাল্কের জন্য অপেক্ষায় বসে না থাকলেও শি-হাল্কের একটি বিশেষ এপিসোডের জন্য বীভৎস রকমের অপেক্ষায় থাকেন চার্লি কক্সের ফ্যানেরা। সঙ্গে এও জানা গেছে, যে, ২০২৪ সালে নেটফ্লিস্কের ডেয়ারডেভিল-এর নায়ক চার্লি কক্স ডিজনির অধীনে নিজস্ব একটি সিরিজ পাবেন, যা মুক্তি পাবে ডিজনিপ্লাসের অধীনে ‘ডেয়ারডেভিল বর্ন এগেইন’ নামে।
দাবি করা হয়েছে, ‘ডেয়ারডেভিল বর্ন এগেইন’ (Daredevil: Born Again) আগের মতো অতো ‘ডার্ক’ হবে না, বরং একটু হাসির ছলে একটু ঠাট্টার মধ্যে দিয়ে চলতে থাকবে অ্যাকশনে ও রোমাঞ্চে পরিপূর্ণ তাঁর ও কিংপিং (Kingpin)-এর সংঘর্ষ। এইসবেরই মাঝে আয়োজিত হয় ডি২৩ এক্সপো (D23 Expo)। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি জানান যে, কেভিন ফেইজের কারণে তাঁর জীবনে বড়ো ধরণের পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনে জন্য তিনি কৃতজ্ঞতাবোধও প্রদর্শন করেন কেভিন ফাইগির কাছে।
কেভিন ফাইগিকে নিয়ে কী বললেন ‘ডেয়ারডেভিল’ চার্লি কক্স?
সাংবাদিকদের মুখোমুখি হয়ে চার্লি কক্স বলেন, “মিস্টার কেভিন ফাইগির (Kevin Feige) একটা ফোন কলের পর থেকেই আমরা জীবন পুরো বদলে গেছে। স্পাইডারম্যানে শুধুমাত্র একটি দৃশ্য! আর আমার পুরোপুরি জীবন বদলে গেল। আমি যেন নতুনরূপে নিজের পরিচয় ফিরে পেলাম। এটা যেন অন্যই ধরণের অনুভূতি, যেটা হয়তো বলে বর্ণনা করা সম্ভব নয়। রাস্তায় যখন চলি, তখন আমি মনে মনে এটাই ভাবি, আমি স্পাইডারম্যানে আছি”।
প্রসঙ্গত, স্পাইডারম্যান যখন প্রথমবার মুক্তি পায়, তখন তিনি প্রথম দিকের শোয়ে স্থানীয় নিকটস্থ সিনেমা হলে দৌড়ে গেছিলেন তাঁকে নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু, তিনি যখন স্পাইডারম্যানে তাঁর দৃশ্যটিতে দর্শকদের প্রতিক্রিয়াহীন থাকতে দেখেছিলেন, তখন তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন, এমনটা তিনি নিজেই জানান। এই নিয়ে অনেক ফ্যানেদের দাবি, সেই সময় বিশ্বজুড়ে তাঁর ফ্যানেদের প্রতিক্রিয়া সম্পর্কে হয়তো অবগত ছিলেন না তিনি। তাঁর মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়া জুড়ে বয়ে যায় তাঁকে সমর্থন করে হাজারো পোস্টের বন্যা। ধীরে ধীরে যে সমস্ত মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন না, তাঁরাও তাঁকে চিনতে শুরু করলেন। বর্তমানে বৃহৎ পরিসরে তিনি পরিচিত। এই পরিস্থিতিতে, বিশেষজ্ঞদের দাবি, তারপরেই সম্ভবত ডি২৩ এক্সপো তাঁর এই বয়ান।