Dawood Ibrahim Poisoned
Dawood Ibrahim Poisoned: বিষ খাইয়ে হত্যার চেষ্টা কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমকে! একি সত্যি ঘটনা নাকি কেবলই রটনা? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : ফের শিরোনামে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছে বিষক্রিয়ার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ১৯৯৩ সালে মুম্বই হামলার মূল চক্রী (Dawood Ibrahim Poisoned)। রবিবার রাত থেকে ডন মাফিয়া নেতা দাউদ ইব্রাহিমের মৃত্যু নিয়ে জল্পনা দাবানলের মতো ছড়িয়েছে, যা পাকিস্তানের (Pakistan) সীমান্ত অতিক্রম করে ভারতে ছড়িয়ে পড়েছে। সোশাল মিডিয়ায় এখন এটি ট্রেন্ডিং টপিক। আসুন জেনে নেওয়া যাক কী ঘটেছে। (Dawood Ibrahim Poisoned)

ঠিক কী ঘটেছে?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সূত্র অনুযায়ী জানা গেছে যে, দাউদের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। শরীরে বিষক্রিয়ার জেরেই গুরুতর অবস্থাতেই তাঁকে করাচির (Karachi) হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে, কীভাবে বিষক্রিয়া হল সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ৬৫ বছরের দাউদ গত দুই দিন ধরেই ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁকে নাকি বিষ খাওয়ানো হয়েছে। যদিও দাউদের পরিবার বা করাচির হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি, ভারত বা পাকিস্তান কোনো দেশই সরকারি তরফে এই খবররের সত্যতা এখনো পর্যন্ত স্বীকার করেনি।

Dawood Ibrahim Poisoned
Dawood Ibrahim Poisoned: বিষ খাইয়ে হত্যার চেষ্টা কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমকে! একি সত্যি ঘটনা নাকি কেবলই রটনা? জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

জানা যায়, দাউদের জন্য হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেওয়া হয়েছে। চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না। কড়া নিরাপত্তায় গোটা হাসপাতাল মুড়ে ফেলা হয়েছে। আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান (Pakistan) জুড়ে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে, তবে সরকারিভাবে দাউদের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই পাকিস্তানে বসবাসকারী বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এখন দাউদের অসুস্থতার খবরে তোলপাড়।

প্রসঙ্গত, দাউদ সম্পর্কে এমন অসুস্থতার খবর নতুন নয়। এর আগেও বহুবার তাঁর নানা রকম শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে এসেছে। এমনকি, একাধিক বার তাঁর মৃত্যুর খবরও শোনা গেছে। দাউদকে নিয়ে নানা সময়ে নানা খবর রটলেও কোনো ক্ষেত্রেই সেই খবরের নিশ্চয়তা পাওয়া যায়নি। (Dawood Ibrahim Poisoned)

Onion Price: বিপাকে পড়েছে বাংলাদেশ! পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশে সীমান্তে দাঁড়ানো ট্রাকে পচছে টন টন পেঁয়াজ, জানুন বিস্তারিত

 

 

 

Road Accident: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রের পুনেতে! পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৮

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)