বাহক নিউজ় ব্যুরো: অবসান ঘটল বিতর্কের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে না চাওয়ার জন্য ক্ষমা চাইলেন সাউথ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান ডি কক । ওয়ার্ল্ড কাপের বাকি ম্যাচে খেলবেন এবং বর্ণবিদ্বেষমূলক প্রতিবাদে অংশ নেবেন বলে জানালেন।

ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট বেশ কিছুদিন ধরে বিশ্বের নানা প্রান্তে চলছে। ওয়ার্ল্ড-কাপেও ম্যাচ শুরুর আগে নানা দেশের খেলোয়াড়রা হাঁটু মুড়ে এই প্রতিবাদে সামিল হচ্ছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও প্লেয়ারদের প্রতিবাদে সামিল হওয়া বাধ্যতামূলক করে দেয়। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক কুইন্টন ডি’কক প্রতিবাদে সামিল হতে রাজি না হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বর্ণবৈষম্যের ইতিহাসকে মনে করিয়ে দিচ্ছিল এই ঘটনা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ডি ককের বিবৃতি প্রকাশ করে। ডি কক বলেছেন, “আমি কোনভাবেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে না খেলে কাউকে অসম্মান করতে চাইনি। অনেকেই জানে না, যে গোটা বিষয়টা আমাদের মঙ্গলবার ম্যাচের দিন সকালেই খেলতে নামার আগে জানানো হয়। গোটা ঘটনায় যাদের মনে আঘাত লেগেছে, তাদের কাছে আমি ক্ষমা চাইছি এবং এর জন্য আমি দুঃখিত।”

আরও পড়ুন – খেলরত্ন নয়, অর্জুন পুরস্কার চাই, দাবী কুস্তিগীরের

দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার আরো বলেন,”জোড় জবরদস্তি আমায় কি করতে হবে সেটা বলে দেওয়ায় আমার মনে হয়েছে যে আমার ব্যক্তিগত অধিকার খর্ব হচ্ছে। এ বিষয়ে আমার বোর্ডের সঙ্গেও কথা হয়েছে এবং বর্তমানে আমরা সকলেই বিষয়টা আরও ভালভাবে বুঝতে পেরেছি। এগুলো যদি আগে থেকে ঠিকভাবে বলা হত, তবে ম্যাচের দিন যা ঘটেছে, তা সহজেই এড়ানো যেত।”

ডি কক আরো যোগ করেন, ” এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে, জোরপূর্বক কিছু হলে গোটা উদ্দেশ্যটাই অহেতুক হয়ে যায়। ঘটনার আকস্মিকতা আমাকে হতভম্ব করে। আমি রেসিস্ট নই। আমি নিজের হৃদয় থেকে এটা জানি এবং যারা আমায় চেনে, আমার মনে হয় তারাও এটা জানে।”