China Pneumonia Virus
China Pneumonia Virus: চিনে ফের ছড়াচ্ছে মারণ রোগ! কড়া নজর রাখছে ভারত! জানুন বিস্তারিত, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চিনে (China) আবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রহস্যময় নিউমোনিয়া (Mysterious Pneumonia)! তিন বছর আগে করোনা মহামারীর প্রকোপ চিনে আতঙ্ক ছড়িয়েছিল এবং সেই সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য এখন থেকেই চিনের (China Pneumonia Virus) উপর বিশেষ নজর রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বিশেষ করে শিশুরা এই নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে H9N2 সংক্রমণও। এই নিয়ে আগেই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

২০১৯ সালে চিনে করোনা সংক্রমণ ছড়ায় এবং তারপর এই ভাইরাসটি সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। সেজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের কারণ খুঁজে বের করার পাশাপাশি চিনে ছড়িয়ে পড়া নিউমোনিয়া সম্পর্কে জনগণকে সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে। জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কাজ ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর কিংবা বাইরে বেরোলেও সামাজিক দূরত্ব মেনে চলতে এবং মাস্ক পরার নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

রহস্যময় নিউমোনিয়ার লক্ষণ কী?

এই রহস্যময় নিউমোনিয়ার (China Pneumonia Virus) লক্ষণগুলো হলো জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট। এই রোগটি ব্যক্তির ফুসফুসে আক্রমণ করে। চিনা কর্মকর্তারা জানিয়েছেন যে, এই রোগটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ COVID-19 বিধিনিষেধ তুলে নেওয়া। চিনা (

China) কর্মকর্তাদের মতে, এটি মাইকোপ্লাজমা নিউমোনিয়া, যা শিশুদের প্রভাবিত করে। জানা গেছে, এই রহস্যজনক সংক্রমণের উৎসস্থল চিনের বেজিং ও লিয়াওনিং প্রদেশ। বর্তমানে উত্তর চিনে এর প্রকোপ বেশি। সেখানে স্কুল বন্ধ রাখা হচ্ছে, যাতে এই সংক্রমণ বেশি না ছড়ায়।

জানা গেছে, অসুস্থ শিশুদের বেশিরভাগই প্রবল জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা আপাতত নিউমোনিয়ার চিকিৎসাই করছেন। শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এই সংক্রমণে, এছড়া প্রাপ্তবয়স্করা যারা আক্রান্ত হচ্ছেন, তারাও স্কুল থেকেই সংক্রমিত হচ্ছেন বলে খবর। এর জেরে বেশিরভাগ স্কুলগুলি বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছর অক্টোবরে মানবদেহে H9N2 সংক্রমণের হদিশ পাওয়ার পরই এই সংক্রমণের সম্ভাবনা ও সংক্রমণ প্রতিরোধের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে কেন্দ্র। মন্ত্রক জানিয়েছে, শিশুদের ফুসফুসের সংক্রমণ ও H9N2-এর উপর কড়া নজর রাখছে কেন্দ্র।

আরও পড়ুন: Mission Raniganj-Uttarakhand Tunnel Collapse: ‘মিশন রানিগঞ্জ’ এবার সুড়ঙ্গে! কোল ইন্ডিয়ার ডাক পড়ল শ্রমিক উদ্ধারে! জানুন বিশদে

আরও পড়ুন: Pakistan : আফগানি শরণার্থী শিবিরে সংকট: ৮৩০ ডলার জরিমানা দিতে হবে পাকিস্তানকে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)