বাহক নিউজ় ব্যুরো: কোনো পুজোয় টলিউডের দুই বড় সুপার স্টারের একসাথে ছবি রিলিজ করে না। এবার সেটার ব্যতিক্রম হতে চলেছে। এবার পুজোয় বক্সঅফিসে একসাথেই আসছে দেব এবং জিতের ছবি।

বাঙালির দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং, খাওয়া-দাওয়ার সাথে গত দশ-পনেরো বছরে আরো একটি জিনিস যুক্ত হয়েছে, বাংলা সিনেমা দেখা।কোনো বছর পাঁচটা কোনো বছর দশটা বাংলা সিনেমা পুজোয় রিলিজ করে। সিনেমাগুলোর এই লড়াইয়ে কখনও দেব এবং জিতের সিনেমা একইসঙ্গে মুক্তি পায় না।কারণ দুই সুপার স্টার বড় বাজেটের সিনেমা করেন, ফলে কোনো একটি বা দুটিই বাণিজ্যিক সফলতা নাও পেতে পারে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

মূলত ঈদের সময়তেই নিজের ছবি রিলিজ করিয়ে থাকেন জিৎ। গত বছরেই ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল জিতের ‘বাজি’ সিনেমাটি। করোনার কারণে সেটা সম্ভব হয়নি। বন্ধ হয়ে গিয়েছিল সিনেমার শ্যুটিংও। সোশ্যাল মিডিয়ায় জিত ঘোষণা করেছেন, এই পুজোতেই বড়পর্দায় আসতে চলেছে ‘বাজি’। ‘বাজি’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে দেওয়া হয়েছিল। তাই আগে সিনেমা হলে রিলিজ করতেই হতো ‘বাজি’।

অন্যদিকে পুজোয় আসছে দেব-অনির্বাণ ভট্টাচার্য অভিনীত ‘গোলন্দাজ’।মুক্তি পাচ্ছে আরো একটি বড় বাজেটের সিনেমা, দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। দেবের অভিনীত অন্য একটি সিনেমা ‘টনিক’ এই পুজোতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শীতকালে দর্শকদের জন্য ‘টনিক’আসছে বলে জানিয়েছেন ছবিটির প্রযোজক অতনু রায়চৌধুরী। পুজোয় আরো কিছু ছবি মুক্তির তালিকায় রয়েছে।

দেব এবং জিত দুইজনেই জানিয়েছেন তাঁরা চান সমস্ত বাংলা সিনেমা ভালো ব্যবসা করুক, তবেই ইন্ডাস্ট্রি বড় হবে। তবে যেহেতু একইসঙ্গে দুই সুপারস্টার আগের পুজোগুলোতে ছবি রিলিজ করেননি, তাই দুইজনেই একটা ‘বাজি’ ধরলেন, একথা বলাই যায়।