বাহক নিউজ় ব্যুরো: এবার বিদেশের মঞ্চে সম্মানিত হলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। স্পেনের মাদ্রিদে আয়োজিত ‘ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা সঙ্গীত পরিচালকের পুরষ্কারে ভূষিত হলেন তিনি। ‘বাঁশুরি-দ্য ফ্লুট’ সিনেমায় সুর দেওয়ার জন্য তাঁর এই সম্মান প্রাপ্তি।
এই পুরষ্কারের জন্য মনোনীত বাকিরা ছিলেন ‘ব্লাইন্ডফোল্ড’ সিনেমার জন্য তারাস ড্রোন এবং ‘চারকোল’-এর জন্য ইসমাইল মনসেফ।
পুরষ্কার প্রাপ্তির পর দেবজ্যোতি মিশ্র জানান , ” ‘বাঁশুরি-দ্য ফ্লুট’ সিনেমায় আমরা যাঁরা কাজ করেছি তাদের জন্য এটা সত্যিই একটা বড়ো সম্মানের বিষয়। আমরা পুরষ্কারের জন্য কাজ করিনা তবে কেউ যদি সেই স্বীকৃতি পায় তবে তা পুরো দলের জন্য।”
দেবজ্যোতি আরো বলেন,” আমি চলচ্চিত্রের নির্মাতা হরি বিশ্বনাথকে ধন্যবাদ জানাই। যিনি ২০১৫ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়ী, প্রথম তামিল চলচ্চিত্র রেডিওপেটির পরিচালক”। তিনি চেয়েছিলেন আমি এই সিনেমার জন্য সুর করি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সঙ্গীতশিল্পী পাপান ও অন্বেষা দত্ত গুপ্তের সুরেলা অবদানের জন্য কৃতজ্ঞ। আমি আমার স্ত্রী জোনাকির প্রতিও কৃতজ্ঞ, যিনি আমার প্রতিটা গান শোনেন এবং মূল্যবান পরামর্শ দেন। এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য সত্যিই একটি গর্বের মুহূর্ত।”
তবে শুধু দেবজ্যোতি মিশ্রই নন ‘বাঁশুরি-দ্য ফ্লুট’ সিনেমার সাথে যুক্ত সমস্ত কলাকুশলীরাই এই পুরষ্কার প্রাপ্তিতে আনন্দিত। পরিচালক হরি বিশ্বনাথ,অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত,জার্মান চিত্রগ্রাহক জর্জেগর্জ হার্টফিল এবং প্রমুখেরা এটা একটা বড়ো পাওনা বলে মনে করছেন।
Published on Thursday, 30 September 2021, 3:51 pm | Last Updated on Thursday, 30 September 2021, 3:51 pm by Bahok Desk









