Table of Contents
Bahok News Bureau: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একের পর এক ডিপফেক Deepfake ভিডিয়োতে নাজেহাল সেলিব্রিটি থেকে রাজনীতিবিদ। রশ্মিকা মান্ধানা, ক্যাটরিনা কাইফ, কাজল প্রমুখ বলিউড অভিনেত্রী ডিপফেক ভিডিয়োর শিকার হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীকে নিয়েও ডিপফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে দেখা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি ২০ বৈঠকে ডিপফেক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাই আর দেরি না করে এবিষয়ে নড়েচড়ে বসল মন্ত্রক। এই ধরনের ভিডিও সকলের নিরাপত্তায় বিঘ্নিত করছে। এবার ডিপফেক ভিডিয়ো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।
এই ডিপফেক কী?
ডিপফেক (Deepfake) হলো এমন একটি প্রোগ্রাম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ‘ডিপ লার্নিং টেকনোলজি’ ব্যবহার করে তৈরি করা হয়। এই পদ্ধতিতে মূলত অডিও, ভিডিও ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট তৈরি করা হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না মানুষের।
কড়া বার্তা অশ্বিনী বৈষ্ণবের
ডিপফেক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবে। ডিপফেক আমাদের সকলের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সমস্ত বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ইতিমধ্যে ডিপফেক ভিডিয়ো নিয়ে সতর্কও করা হয়েছে। এই সমস্ত প্ল্যাটফর্মে থাকা সমস্ত ডিপফেক ভিডিয়ো অবিলম্বে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি যদি না সরানো হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি তথ্য ও প্রযুক্তি আইনের অধীনে মামলাও করা হতে পারে বলে জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, ডিপফেক ভিডিওর নির্মাতা ও যে প্ল্যাটফর্মে ফটো, ভিডিও শেয়ার করা হবে তাদের কড়া জরিমানার দিতে হবে।
আরও পড়ুন: Punjab : গুরুদ্বারে গুলিবর্ষণ! নিহত ১ পুলিশকর্মী, আহত একাধিক! জানুন ঠিক কি ঘটেছিল
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।