Table of Contents
Bahok News Bureau: বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) এই মুহূর্তে উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেত্রীদের মধ্যে একজন, যিনি দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও নিজের নাম তুলে দেশকে গর্বিত করেছেন। সাম্প্রতিককালে দীপিকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করছে। এই ছবিতে তাঁকে নেভি ব্লু রঙের সাইড অফ শোল্ডার ড্রেসে দেখা যাচ্ছে। আসলে দীপিকার এই লুক লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া একাডেমি মিউজিয়াম গালা ইভেন্টের। (Deepika Padukone-2023 Academy Museum Gala)
আকাডেমি মিউজিয়াম গালা ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে অংশগ্রহণ
বর্তমানে তিনি রয়েছেন লস অ্যাঞ্জেলেসে (Los Angeles)। না কোনো সিনেমার শুটিং নয়, সেখানে চলতি বছরের ৩রা ডিসেম্বর অনুষ্ঠিত আকাডেমি মিউজিয়াম গালা ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। অস্কারের পরে এই ইভেন্টটি বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম মঞ্চ, যা একই বোর্ড দ্বারা আয়োজিত হয়। দীপিকাই প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই অনুষ্ঠানে অংশ নেন। দীপিকার এই কিলার লুক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। এদিন লাল গালিচায় তিনি কয়েকজন বিশিষ্ট তারকা ফটোগ্রাফারদের জন্য পোজ দিয়েছেন।
দীপিকার লুক কেমন ছিল?
আকাডেমি মিউজিয়াম গালা (Academy Museum Gala) ইভেন্টের জন্য, পাড়ুকোন একটি নীল মখমলের গাউন এবং ন্যূনতম গহনায় নিজেকে সজ্জিত করেছিলেন (Deepika Padukone-2023 Academy Museum Gala)। দীপিকার এই গাউনটি মাছের মত আকৃতির। এটি উপরের দিকে খুব টাইট এবং নীচে আলগা। এদিন ফেটে পড়ে দীপিকার গ্ল্যামার। এক কাঁধ খোলা নীল রঙা গাউনে লাস্যময়ী অবতারে ধরা দিয়েছিলেন তিনি। পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল, কানে লম্বা স্টাইলের দুল, হাতে বালা স্টাইলের ব্রেসলেট পরেছিলেন। ক্যামেরার সামনে উষ্ণতামাখা পোজে ছবি পোস্ট করেন তিনি। তাঁর এই লুক দেখে ভক্তরা বেশ ফিদা হন। কাঁধ খোলা নীল রঙা গাউনে দীপিকার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
কারা উপস্থিত ছিলেন?
দীপিকা ছাড়াও হলিউডের অনেক সেলিব্রিটিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মধ্যে বিশ্বমানের গায়িকা সেলেনা গোমেজ, ডুয়া লিপার (Dua Lipa) নাম উল্লেখোগ্য। সবাই রেড কার্পেটে পোজ দিয়েছেন। বছরের শেষপ্রান্তে দীপিকার মুকুট জুড়েছে নয়া পালক। অস্কার ২০২৩-এর ভারতীয় গান ‘নাটু নাটু’র উপস্থাপনের জন্য অভিনেত্রী অস্কারের মঞ্চে পা রেখেছিলেন, এর কিছুমাস পর আবারও তিনি বছরের সবচেয়ে বড় ইভেন্টগুলির মধ্যে একটিতে অংশ নিলেন।
ব্যস্ত শিডিউল দীপিকার:
দীপিকার ব্যস্ত শিডিউলের কথা উঠলে, চলতি বছরে মুক্তি পাওয়া দীপিকার দুটি সিনেমা যথাক্রমে ‘পাঠান’ (Pathan) ও ‘জওয়ান’ বক্স অফিসে ঝড় তুলেছে। দীপিকা ‘পাঠান’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করলেও ‘জওয়ান’ সিনেমায় তাঁর চরিত্রটি ছিল স্বল্পক্ষণের। তবে, দুটি সিনেমায় বক্স অফিসে প্রচুর মুনাফা লাভ করেছে। দীপিকার আগামী সিনেমার কথা বলতে গেলে তাঁকে আগামিতে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ (Fighter) নামক দেখা যাবে। নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ নামক সিনেমাতেও তাঁকে দেখা যাবে। এই সিনেমাটিতে প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসানের মত অভিনেতারা মুখ্য চরিত্রে রয়েছেন। এটি ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে৷ রোহিত শেঠির ‘সিংহম এগেইন’ সিনেমাতেও দীপিকাকে দেখা যাবে, যেখানে অক্ষয় কুমার, অজয় দেবগন, কারিনা কাপুর খান, টাইগার শ্রফ এবং রণবীর সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরাও থাকবেন।
ISRO-Chandrayaan 3 Update: ইসরোর মাথায় সাফল্যের নয়া মুকুট! ঘরে ফিরলো চন্দ্রযানের অংশ, জানুন বিশদে
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।