Table of Contents
Bahok News Bureau: গত রবিবার রাতে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয়েছিল একাডেমি মিউজিয়াম গালা (Academy Museum Gala 2023) ইভেন্ট। এই ইভেন্টে বহু হলিউড তারকাকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। তবে হলিউড তারকাদের ছাড়িয়ে গিয়েছেন আমাদের সকলের প্রিয় বলি অভিনেত্রী তথা দীপিকা পাডুকোন। এদিন দীপিকা পাডুকোনের উপস্থিতি কেমন ছিল? জানুন। (Deepika Padukone 3rd Annual Academy Museum Gala 2023 look)
লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম গালা ইভেন্টে দীপিকা পাডুকোনের (Deepika Padukone) উপস্থিতি ছিল নজরকাড়া। নীল রঙের মখমলের গাউন পরিহিত দীপিকা এদিন নাটালি পোর্টম্যান থেকে শুরু করে হেইলি বিবারের মতো হলিউড তারকাদের পিছনে ফেলেছে। এদিন নীল গাউনের সঙ্গে অভিনেত্রী পরনে ছিল হীরের গহনা। দীপিকার এই লুক উপস্থিত সকল হলিউড তারকার লুককে টেক্কা দিয়েছে। (Deepika Padukone 3rd Annual Academy Museum Gala 2023 look)
এদিন অন্যান্য হলিউড তারকাদের কেমন দেখতে লাগছিল? চলুন এক নজরে দেখে নেওয়া যাক।
১. নাটালি পোর্টম্যান (Natalie Portman):
‘থর’, ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত হলিউড অভিনেত্রী অভিনেত্রী নাটালি পোর্টম্যানকে এদিন মুক্ত দিয়ে সাজানো ঝলমলে ধাতব গাউনে দেখা গিয়েছে।
২. দুয়া লিপা (Dua Lipa):
এদিনের ইভেন্টে নেট ফেব্রিকের তৈরি কালো গাউনে নজরে এসেছে ইংলিশ-আলবেনিয়ান গায়িকা ও লেখিকা দুয়া লিপা।
৩. সেলেনা গোমেজ (Selena Gomez):
হাতে গ্লাভস, পরনে কালো গাউনে একাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠানে তাক লাগিয়েছিলেন আমেরিকান গায়িকা সেলেনা গোমেজ।
৪. কেন্ডেল জেনার (Kendall Jenner):
এই অনুষ্ঠানে লাল গাউনে দেখা গিয়েছে আমেরিকান মডেল কেন্ডেল জেনারকে।
৫. সালমা হায়েক (Salma Hayek):
ক্রিম রঙের ম্যাক্সি ফর্মাল গাউন পরে অবাক করা লুকে নজরে এসেছেন ‘দ্য হাঞ্চব্যাক’, ‘ফেয়ার গেম’ খ্যাত অভিনেত্রী সালমা হায়েক।
৬. হেইলি বিবার (Hailey Bieber):
হাতে ব্রেসলেট, কানে ছোট দুল আর কালো রঙের মারমেইড গাউন পরে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হলিউড অভিনেত্রী হেইলি বিবার।
৭. নাতাশা লিওন (Natasha Lyonne):
একাডেমি মিউজিয়াম গালা অনুষ্ঠানে হলিউড অভিনেত্রী নাতাশা লিওনকে সাদা রঙের গাউনে দেখা গিয়েছে।
৮. ডেমি মুর (Demi Moore):
এই অনুষ্ঠানে বডি সিকুইন স্টাইলিশ পোশাক পড়ে নজর কেড়েছেন ‘দ্য বুচারস ওয়াইফ’ খ্যাত অভিনেত্রী ডেমি মুর।
৯. কারা ডেলেভিঙ্গনে (Cara Delevingne):
এই ইভেন্টে কালো অফ-শোল্ডার হাই স্লিট গাউন পড়ে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী কারা ডেলেভিঙ্গনে। যার হাতে ছিল গ্লাভস ও গলায় ছিল নেকলেস।
১০. অপরাহ উইনফ্রে (Oprah Winfrey):
আমেরিকান অভিনেত্রী অপরাহ উইনফ্রেকে এদিন সিকোয়েন্স বেগুনি রঙের গাউনে দেখা গিয়েছে।
১১. সোফিয়া কপোলা (Sofia Coppola):
‘দ্য গড ফাদার’ খ্যাত হলিউড অভিনেত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁকে ফুল লেংথ গাউনে দেখা গিয়েছে। কানে ছিল দুল আর হাতে ছিল ভেলভেট বেল্ট।
(Sofia Coppola):
‘দ্য গড ফাদার’ খ্যাত হলিউড অভিনেত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। তাঁকে ফুল লেংথ গাউনে দেখা গিয়েছে। কানে ছিল দুল আর হাতে ছিল ভেলভেট বেল্ট।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।