তৃণমূল দলনেত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে বৈঠক করতে দিল্লি পৌছতেই সোশ্যাল মিডিয়া ভরে গেল ‘আপ কি বার দিদি সরকার’ স্লোগানে। হ্যাসট্যাগ ব্যাবহার করে এমনটা লেখা হল টুইটার, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে।
২০১৪ সালের লোকসভা ভোটের আগে ‘আব কি বার মোদি সরকার’ স্লোগান ব্যাবহার করে বেশ সফল হয়েছিল বিজেপি। ২৪শের লোকসভা ভোটের কিছুটা আগেই একই কায়দায় ‘আব কি বার দিদি সরকার’ স্লোগান ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলে একাধিক নেতা, মন্ত্রী। এরপর অসংখ্য দলীয় কর্মী, সমর্থকেরা এই হ্যাসট্যাগ ব্যাবহার করে সোশ্যাল মিডিয়ায় নানারকম পোস্ট করতে থাকে।লোকসভা ভোটের আগে সোশ্যাল মিডিয়াকে ও পুরোপুরি কাজে লাগাতে চাইছে তৃণমূল। তৃণমূল নেত্রীর দিল্লি সফরের প্রথম দিনে কর্মী, সমর্থকদের এই স্লোগান যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই স্লোগানে যেমন একদিকে নরেন্দ্র মোদির দিকে তারই কায়দায় চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া গেল, তেমনই অন্যদিকে বিজেপি বিরোধী দলগুলোর মধ্যে তৃণমূলকে প্রধান বিরোধী হিসেবে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়া গেল।
এবারের দিল্লি সফরে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করতে পারেন মমতা ব্যানার্জী। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ছাড়াও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হতে পারে তৃণমূল সুপ্রিমোর।