বাহক নিউজ় ব্যুরো: তিনবছর পর আইপিএলের প্লে-অফে খেলতে দেখা যাবে, কলকাতা নাইট রাইডার্সকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৭১ রানে জিততে হতো, তবেই নেট রান রেটের বিচারে প্লে-অফে চলে যেত মুম্বাই।শেষে ব্যাটিং করলে কোনোভাবেই আর সম্ভাবনা থাকত না মুম্বাইয়ের। এই অবস্থায় খেলতে নেমে মাত্র ৪২ রানে ম্যাচটা জিততে পারায় প্লে-অফে কোয়ালিফাই করল কেকেআর।
টসে জেতে এবং ব্যাটিং করতে নামে মুম্বাই। কলকাতার নেট রান রেট ছিল +০.৫৮৭। শেষ ম্যাচে খেলতে নামার আগে মুম্বইয়ের রান রেট ছিল -০.০৪৮। প্রথমে ব্যাট করে ২৩৫ তোলে মুম্বাই ইন্ডিয়ানস। ফলে হায়দ্রাবাদ মাত্র ৬৫ রান বা বেশি করলেই কেকেআরের প্লে-অফে কোয়ালিফাই নিশ্চিত ছিল।
আইপিএল ২০২১ করোনার কারণে মাঝপথে বন্ধ হয়েগিয়েছিল। ফের শুরু হওয়ার পর অনেকেই ভাবতে পারেনি ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে কেকেআর কোয়ালিফাই করবে।বাকি সাত ম্যাচের পাঁচটিতে জিতে কেকেআরের পয়েন্টে হয়েছিল ১৪। অন্যদিকে মুম্বাই শেষ ম্যাচটি খেলতে নামার আগে তাদের পয়েন্ট ছিল ১২। কিন্তুু নেট রান রেটে অনেকটা পিছিয়ে থাকায় তাদের জিততে হতো অন্তত ১৭১ রানে। লিগের শেষ দিনে গিয়ে প্লে-অফের ছবিটা স্পষ্ট হল।
আরও পড়ুন – পুরো বিশ্বের সামনে বান্ধবীকে অভিনব প্রপোজ চাহারের, ‘মাহির’ উপদেশেই পরিকল্পনায় বদল
মুম্বাই শেষ ম্যাচে জিতলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করল কেকেআর। আরসিবি শেষ ম্যাচে জিতে চেন্নাইয়ের মতোই ১৮ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শেষ করল তিন নম্বর স্থানে। দ্বিতীয় ও প্রথম দল হিসেবে কোয়ালিফাই করল যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।