
Table of Contents
Bahok News Bureau: নিরপেক্ষ উন্নয়ন পারে ভারতকে এক সুতোই বাঁধতে, মনে করতেন নেহেরু।
‘এক দেশ এক আইন’ (one nation one law india) এ নিয়ে বিতর্কের শেষ নেই। ভারতের মতো বৈচিত্র্যময় দেশে কীভাবে এই আইন লাগু করা সম্ভব না নিয়ে চলছে চর্চা। কারণ ভারত এমন এক দেশ যেখানে রয়েছে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ। ফলত এক দেশ এক আইন আনলে যে দ্বন্ধ বাঁধতে পারে, সে বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। যদিও অনেক আগেই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু (Pandit jawaharlal nehru) ভারতকে এক সূত্রে বাঁধতে চেয়েছিলেন। নানা ভাষাভাষী নানা ধর্মের দেশকে কীভাবে এক সূত্রে বাঁধার পরিকল্পনা করেছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু, আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
বৈচিত্র্যময় দেশ ভারতকে কীভাবে এক সুতোই বাঁধতে চেয়েছিলেন নেহেরু?
আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু। যিনি স্বাধীনতার পর যখন প্রধানমন্ত্রীর আসন পেলেন, তখন থেকে দেশকে এক সুতোতে বাঁধতে চেয়েছিলেন। আর এই সুতো হলো উন্নয়ন। ভারতের মতো বৈচিত্র্যময় দেশকে ঐক্যবদ্ধ করার একমাত্র উপায় উন্নয়ন। কোনো নিরপেক্ষ সুতো দ্বারাই ভারতকে এক করা সম্ভব, বলে মনে করতেন পন্ডিত জওহরলাল নেহেরু।
ভিন্নতার মাঝে ঐক্য আনবে উন্নয়ন
ভারতকে এক সুতোই বাঁধতে হলে দরকার উন্নয়ন, পন্ডিত নেহেরুর এই ভাবনা কতটা তাৎপর্যপূর্ণ একটু বিশ্লেষণ করে দেখা যাক। আসলে ভারতকে ধর্মের ভিত্তিতে দেখলে এখানে রয়েছে হিন্দু, মুসলিম, ক্রিস্টান, শিখ সহ নানা ধর্মের মানুষ। আবার ভাষা তথা জাতির ভিত্তিতে রয়েছে বাঙালি, তামিল, উড়িয়া, পাঞ্জাবি, গুজরাটি ইত্যাদি। এই সমস্ত মানুষকে এক সুতোই বাঁধতে পারে একটি সড়কপথ, একটি স্কুল কিংবা কাজের জায়গা। যেখানে ধর্ম কিংবা ভাষা প্রাধান্য পায় না। তাই ভিন্নতার মধ্যে কোনো দ্বন্দ্ব ছাড়াই ঐক্য তৈরি করতে হলে নিরপেক্ষ উন্নয়ন দরকার বলে মনে করেছিলেন তিনি।
নেহেরুর ভাবনায় ভবিষ্যৎ ভারত
সদ্য স্বাধীন হওয়া ভারতবাসীর মধ্যে এই ঐক্যের বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন পন্ডিত নেহেরু। ১৯৫৩ সালে আগ্রার এক সভা থেকে ভবিষ্যৎ ভারত কেমন হবে এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ভারতের প্রত্যেক শিশু যেন সফলতা অর্জনের ক্ষেত্রে সমান সুযোগ পায়। শুধু তাই নয়, জীবন ধারণ করার জন্য দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থা করে দিতে হবে রাষ্ট্রকেই। আসলে মেধা ও শ্রমের মাধ্যমে ব্যাক্তিগত উন্নতি, আর তা থেকে রাষ্ট্রের উন্নয়নের ভাবনা ভেবেছিলেন তিনি। উন্নয়নই একমাত্র সুতো যা বৈচিত্র্যময় ভারতকে এক করতে পারে, পন্ডিত নেহেরুর এই ভাবনা আজকের সময়ে দাঁড়িয়ে বেশ তাৎপর্যপূর্ণ।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।